প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৮:১৯ PM
৩০ ডিসেম্বর শনিবার ২০২৩ ইংরেজী সান্তা কলোমার গ্রামানেট এর স্হিনীয় আরিবা রেষ্টুরেন্ট এ বাংলাদেশ আওয়ামীলীগ সান্তা কলোমা আওয়ামীলীগ এর মহান বিজয় দিবস অনুষ্ঠান অনুষ্টিত হয়। সান্তা কলোমা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এ কে আজাদ মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্তা কলোমা আওয়ামীলীগ এর সভাপতি মোখলেছুর রহমান নাসিম।প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মোনায়েম চোধুরী বাবলা সাবেক সভাপতি কাতালোনীয়া আওয়ামীলীগ, বিশেষ অতিথি খুরশীদ আলম বাদল সিঃ সহ সভাপতি, কাতালেনীয়া বার্সেলোনা আওয়ামীলীগ, পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন আব্দুল্লাহ দেওয়ান, জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শ্ভ সুচনা করা হয়।
বক্তব্য রাখেন মহিউদ্দিন হারুন সাধারন সম্পাদক বার্সেলোনা আওয়ামীলীগ,মনির হোসেন যুগ্ন সাধারন সম্পাদক কাতালোনীয়া আওয়ামীলীগ,ছিদ্দিকুর রহমান কমিউনিটি ব্যক্তিত্ব ,মাসুদ হোসেন উপদেষ্টা সান্তা কলেমা আওয়ামীলীগ,মোশারফ হোসেন সহ সভাপতি শান্তা কলোমা আওয়ামীলীগ,নিরু তালুকদার সাংগঠনিক সম্পাদক শান্তা কলোমা আওয়ামীলীগ ,নাজমুন নাহার সাংগঠনিক সম্পাদক কাতালোনীয়া মহিলা আওয়ামীলীগ,তাহমিনা আক্তার কাতালোনীয়া মহিলা আওয়ামীলীগ,এস এম নজরুল ইসলাম সভাপতি কাতালোনীয়া আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ ,রহমান শাহাব উদ্দিন সভাপতি কাতালোনীয়া যুবলীগ, শফিকুর রহমান,ছিদ্দীকুর রহমান,মোক্তার হোসেন,তাজুল ইসলাম, মোহাম্মদ জালাল,সহ
সামাজিক সাংবাদীক ও রাজনৈতীক ব্যক্তিবর্গ।
দেশের উন্নয়নের কথা স্মরণে এনে বক্তারা বলেন শেখ হাসিনার সরকারের বিকল্প নাই,এই সরকার দেশের উন্নয়নে বার বার দরকার তাই নির্বাচনকে প্রানবন্ত করতে দেশ বিদেশে আওয়ামীলীগ এর সকল নেতা কর্মী যে যেখানে আছে যার যার অবস্হান থেকে জনগনকে নির্বাচন মুখি করতে হবে।তারা আরো বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে,আমরা সংগ্রামী জাতী! অন্যায়ের কাছে আমরা মাথা নত করিনি, বাংলাদেশকে তাঁবেদার রাষ্টে পরিনত হতে আমরা দেব না।
প্রধান অতিথি মোনায়েম চৌধুরী বাবলা বলেন আমরা যোদ্ধ করা জাতী,আমাদের সিদ্ধান্ত আমরা নেব,হেনরি কিসিণ্জার এর কথা আমরা ভুলি নাই।আমেরিকার কথায় আমাদের দেশ চলবে এ হতে পারে না। যারা আমেরিকা ইসরাইল কে প্রভু মনে করে তাদের হাত ধরে ক্ষমতায় আসতে ছায় আমরা তাদের ধূসরদের আজীবন ঘৃনা করি। বিশেষ অতিথি খুরশিদ আলম বাদল বলেন দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সমতুল্য কে হতে পারে,তিনি জননেত্রীর ভূয়সী প্রশংসা করেন।তিনি নির্বাচন সহ বিরোধী দলের অগনতান্ত্রীক মনোভাবের কঠিন সমালোচনা করে।তিনি বলেন জন সেবা এবং দেশ উন্নয়নে নির্বাচনের বিকল্প নাই।নির্বাচনে সকলের সহযোগীতা কামনা করেন। সভাপতি নাছিম বলেন এই বিজয়ের মাসে আমি বঙ্গবন্ধু সহ সকল মুক্তি যুদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করঁছি,নত মাস যুদ্ধের পর বিজয় পৃথিবীর ইতিহাসে বিরল।তিনি স্ব উপস্হিত জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।