সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৩.৩ ওভারে ১৩৮/২ (সাইফ ৩৬*, লিটন ৫৪*; পারভেজ ১৫, তানজিদ ২৯)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
২০ ওভারে নেদারল্যান্ডস ১৩৬/৮, লক্ষ্য ১৩৭ (আরিয়ান ১৩*; ও’ডাউড ২৩, বিক্রমজিৎ ৪, এডওয়ার্ডস ১২, নিদামানুরু ২৬, শারিজ ১৫, ক্লেইন ৯, ক্রোয়েস ১১, প্রিঙ্গল ১৬)
এশিয়া কাপের প্রস্তুতির শুরুটা দাপটের সঙ্গেই করেছে বাংলাদেশ। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে অনায়াসে হারিয়েছে তারা। স্বাগতিকরা লিটনের ঝড়ো ফিফটিতে ভর করে জিতেছে ৮ উইকেটে। জয় নিশ্চিত করেছে ৩৯ বল হাতে রেখে।
শুরুতে পারভেজ হোসেন ঝড়ো সূচনা করলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। তার পর ইনিংস ছিল লিটনের নিয়ন্ত্রণে। ঝড়ো ব্যাটিংয়ে ২৬ বলে ফিফটি তুলে নেন তিনি। তানজিদের সঙ্গে যোগ করেন ৬৬ রান। তানজিদ (২৯) ফিরলে তার পর লিটনের সঙ্গে ক্যামিও ইনিংসে দ্রুত জয় পেতে অবদান রাখেন সাইফ। তাতে ২ উইকেট হারিয়ে ১৩.৩ ওভারেই নিশ্চিত হয় অসাধারণ একটি জয়। সাইফ ১৯ বলে ১টি চার ও ৩ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থেকেছেন। লিটন ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৫৪ রানে।
তানজিদের বিদায়, ২৬ বলে লিটনের ফিফটি
লিটনের ঝড়ো ব্যাটিংয়েই জয়ের পথে ছুটে চলেছে বাংলাদেশ। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২৬ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩তম ফিফটি। তানজিদ ফিরলেও তার ব্যাটে স্কোর ছাড়িয়েছে একশ।
তানজিদের বিদায়ে ভাঙলো ৬৬ রানের জুটি
শুরুর জুটি ভাঙার পর ঝড়ো ব্যাটিংয়ে ৬৬ রান যোগ করেছিলেন লিটন ও তানজিদ। ৩৯ বলের এই জুটি ভেঙেছে তানজিদের বিদায়ে। ৯.১ ওভারে প্রিঙ্গলের বলে মেরে খেলতে গিয়ে ২৯ রানে কাটা পড়েছেন এই ওপেনার। তার ২৪ বলের ইনিংসে ছিল ২টি চার। তবে ততক্ষণে বাংলাদেশের স্কোর হয়ে গেছে ৯২।
পাওয়ার প্লেতে লিটন ঝড়ে ৫৭
দারুণ সূচনার পর দ্রুত ফিরেছেন পারভেজ হোসেন ইমন। তার পর অবশ্য নেমেই ঝড়ো ব্যাটিয়ে খেলতে থাকেন অধিনায়ক লিটন দাস। ১৪ বলে ৩ চার ও ১ ছক্কায় এই সময় তুলেছেন ২৭ রান। তাতে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৭ রান জমা করেছে স্বাগতিক দল। তানজিদ অবশ্য ধীরে সুস্থেই খেলেছেন।
দারুণ শুরুর পর ১৫ রানে ফিরলেন পারভেজ
আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ সূচনা করেছিলেন পারভেজ হোসেন ইমন। আরিয়ান দত্তের শুরুর ওভারে প্রথম ৩ বলে দুটি চার ও ১টি ছক্কায় ১৪ রান নিয়েছেন তিনি। এই অফস্পিনারের দ্বিতীয় ওভারেই আবার কাটা পড়েছেন ১৫ রানে! আরিয়ারের কুইকারে কোনও ফুট ওয়ার্ক ছিল না পারভেজের। বল গিয়ে আঘাত করে স্টাম্পে। তাতে ৯ বল স্থায়ী হয়েছে পারভেজের ইনিংস। তাতে ছিল দুটি চার ও একটি ছক্কা।
বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিলো নেদারল্যান্ডস
সিলেটে বাংলাদেশকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে নেদারল্যান্ডস। টস হেরে ব্যাট করে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ গড়েছে তারা। শুরুতে ম্যাক্স ও’ডাউড (২৩) আক্রমণাত্মক ব্যাটিং করলেও তাকে বিদায় দিয়ে মূলত ইনিংসে কাটা বিছিয়েছেন তাসকিন আহমেদ। শুরুতে দুই উইকেট নিয়েছেন তিনি। তার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ডাচ দল। প্রায় দুই বছর পর খেলতে নামা সাইফ হাসান এক ওভারে দুই উইকেট তুলে দলটাকে আরও চাপে ফেলেছেন। শেষ দিকে টিম প্রিঙ্গল ও আরিয়ান দত্ত দ্রুত গতিতে চেষ্টা করে ইনিংসটাকে ১৩৬ রান পর্যন্ত নিয়ে গেছেন। প্রিঙ্গল শেষ বলে ১৬ রানে ফিরলেও ১৩ রানে অপরাজিত ছিলেন আরিয়ান। প্রিঙ্গলের ১৪ বলের ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছয়। আরিয়ানের ৮ বলের ইনিংসে একটি চারের মার।
শুরু থেকে সফল তাসকিন ৪ ওভারের পুরো কোটায় ২৮ রানে নিয়েছেন ৪ উইকেট। ২ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন সাইফ হাসান। ১৯ রানে একটি নিয়েছেন মোস্তাফিজ।
তাসকিনের চতুর্থ শিকার
তাসকিনের ১৮তম ওভারে রান বাড়িয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন ক্রোয়েস। দ্বিতীয় বলে একটি চার মারলেও তৃতীয় বলে সুবিধা করতে পারেননি। তাসকিনের স্লোয়ারে সাইফকে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন ডাচ ব্যাটার। তাতে তাসকিনের চতুর্থ উইকেট শিকারে পড়েছে সফরকারীদের সপ্তম উইকেট। ক্রোয়েস ১৩ বলে ১১ রানে বিদায় নিয়েছেন।
তাসকিনের তৃতীয় শিকার, ৬ উইকেট নেই নেদারল্যান্ডসের
ডাচদের ইনিংসে কাটা বিছিয়ে দেওয়া তাসকিন সাফল্য পেয়েছেন ১৬তম ওভারে। শেষ দিকে যখন রান বাড়িয়ে নেওয়া লক্ষ্য, কাইল ক্লেইনকে দ্রুত বিদায় দিয়েছেন তিনি। তাসকিনের স্লোয়ারে মেরে খেলতে গেলে ক্লেইন ১২ বলে ৯ রানে ফিরেছন। যা ছিল এই পেসারের তৃতীয় উইকেট।
উইকেটের দেখা পেলেন মোস্তাফিজ
শুরু থেকে দারুণ বল করতে থাকা মোস্তাফিজ অবশেষে উইকেটের দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় ওভারে। ১২.৫ ওভারে বলে পুল করতে গিয়ে ১৫ রানে কাটা পড়েন শারিজ আহমেদ। রানের চাকা সচল রাখা এই ব্যাটারের ১৪ বলের ইনিংসে ছিল একটি চার।
এক ওভারে সাইফের জোড়া শিকার
প্রায় দুই বছর পর জাতীয় দলে খেলতে নেমে নিজের জাত চেনালেন সাইফ হাসান। এই অফস্পিনারের প্রথম ওভারে সুইপ করতে গিয়ে তালুবন্দি হন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তাতে ভাঙে ২৮ রানের জুটি। ডাচ অধিনায়ক বিদায় নেন ১২ রানে। দুই বল পর ইনিংসকে স্থিরতা এনে দেওয়া তেজা নিদামানুরুকে ফিরিয়ে সফরকারীদের বিপদে ফেলেন সাইফ। ডাচ ব্যাটার ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রানে হৃদয়কে ক্যাচ দিয়েছেন।
তাসকিনের দ্বিতীয় শিকার বিক্রমজিৎ
নিজের দ্বিতীয় ওভারের শুরুতে আবারও আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। এবার অপর ওপেনার বিক্রমজিৎকে বিদায় দিয়েছেন তিনি। ডাচ ব্যাটার শর্ট লেংথের বল পেয়ে মেরে খেলার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত লং অনে ৪ রানে ক্যাচ দিয়েছেন তিনি। বিক্রমজিতের ১১ বলের ইনিংসে ছিল না কোনও বাউন্ডারি।
পাওয়ার প্লেতে নেদারল্যান্ডসের সংগ্রহ ৩৪
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৪ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। অবশ্য ম্যাক্স ও’ডাউড শুরুর তিন ওভারে যেভাবে ব্যাট করছিলেন তাতে দ্রুত গতিতে চলছিল রানের চাকা। তার বিদায়ের পর সেভাবে রান তুলতে পারেনি ডাচ দল।
আক্রমণে এসেই বিপজ্জনক ম্যাক্স ও’ডাউডকে ফেরালেন তাসকিন
টস হেরে ব্যাট করতে নামলেও শুরুতে বাংলাদেশের ওপর চড়াও হয়েছিলেন ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউড। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩ ওভারে স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ২৫! চতুর্থ ওভারে আক্রমণে এসেই শুরুর বলে তাকে বিদায় দিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
তাসকিনের ভালো লেংথের বলে আলগা শট খেলতে গিয়ে জাকের আলীকে ক্যাচ দিয়েছেন ও’ডাউড। তাতে ১৫ বলে ২৩ রানে ফিরেছেন ডাচ ওপেনার। তার ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়ের মার।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। শুরুতে অবশ্য ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক লিটন দাস।
ভারতের সঙ্গে নির্ধারিত সিরিজটি বাতিল হওয়ায় এশিয়া কাপের আগে প্রস্তুতির একটি বড় সুযোগ হারিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে হলে ম্যাচ খেলার অভ্যাস, দলের কম্বিনেশন তৈরি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ খুব জরুরি ছিল। ভারত না খেলায় এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজ খেলার জন্য ইউরোপের দেশ নেদারল্যান্ডসকে ডেকে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপ শুরুর আগে ডাচদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সন্ধ্যা ৬টায় ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।
যে কোনও ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে সফর করছে নেদারল্যান্ডস। শক্তি এবং ক্রিকেট সংস্কৃতির দিক থেকে দুই দলের মধ্যে পার্থক্যের কারণে সিরিজে স্পষ্টভাবে ফেভারিট বাংলাদেশ।
একাদশে কারা
পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বিশ্রামে ছিলেন। এই ম্যাচের একাদশে ফিরেছেন তারা। সাইফ হাসান ফিরেছেন প্রায় দুই বছর পর। তিনি সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে টি-টোয়েন্টি খেলেছিলেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারিজ আহমেদ, নোয়া ক্রোয়েস, কাইল ক্লেইন, টিম প্রিঙ্গল, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন ও ড্যানিয়েল ডোরাম।