শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ ১৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


অর্থনীতি
চট্টগ্রাম বন্দরে এনসিটিতে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:৫৬ পিএম  (ভিজিট : ১২)
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পরিচালনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। 

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট হ্যান্ডলিং পাঁচ হাজার টিইইউএস ছাড়িয়েছে। এর মধ্যে আমদানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২ হাজার ১০১ টিইইউস ও রপ্তানি ২৯১৮ টিইইউস। সর্বমোট এক দিনে ৫ হাজার ১৯ টিইইউস হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। 

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। গত ৭ জুলাই থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নং বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 

সিডিডিএল এর কর্মকর্তা ও সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ গেটসমূহে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় পূর্বের তুলনায় কন্টেইনার হ্যান্ডেলিং ত্বরান্বিত হয়েছে।

এর আগে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতাসমূহ নিরসনে সিডিডিএল-এর অধীনস্থ কর্মকর্তা ও সদস্যগণ অত্যধিক দক্ষ ভূমিকা পালন করেছেন। 

এক পরিসংখ্যানে দেখা গেছে, ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত সিডিডিএলের পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নং বার্থে সর্বমোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০% এর বেশি। এটি বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের ইতিহাসে একটি মাইলফলক।

গত ২৬ আগস্ট কন্টেইনার হ্যান্ডলিং নিয়ে একটি অ্যানালিসিস করা হয়। ৭ জুলাই সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউস। সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার আগে পূর্বের অপারেটরের ৪৯ দিনের (১৯ মে থেকে ৬ জুলাই) মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর ৪৯ দিনে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬ দশমিক ৬৬%। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বেতনের দাবিতে শনিবার মহাসমাবেশ
পুলিশের ব্যারিকেড ভেঙে জাপা কার্যালয়ের সামনে জিওপি, উত্তেজনা চরমে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে ১০ জন প্রার্থী
বগুড়া শেরপুরে ভয়াবহ আগুনে ১০টি গরু-ছাগল পুড়ে ছাই
চট্টগ্রাম বন্দরে এনসিটিতে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি
শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
৫ দিনের রিমান্ডে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি কলিমউল্লাহ
গাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ সভ্য সমাজে অগ্রহণযোগ্য: বুয়েট ভিসি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com