প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:১০ পিএম (ভিজিট : ১৫২)
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় নেতাকর্মীরা নিজ উদ্যোগে ব্যানার-ফেস্টুন টাঙান। তবে সেগুলো লাগানোর পরদিনই অজ্ঞাত দুর্বৃত্তরা তা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নাটোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, যারা প্রকৃত অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে হৃদয়ে ধারণ করেন না, তারাই এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
নেতাকর্মীরা আরও জানান, অতীতে নাটোরে এক স্বঘোষিত নেতা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন—তার পোস্টার ছাড়া অন্য কারও পোস্টার লাগানো যাবে না। এবার প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা সেই অবস্থানেরই পুনরাবৃত্তি।
জাতীয়তাবাদী সাইবার দলের নাটোর জেলা সাধারণ সম্পাদক মো. গুলমেরাজ হ্যামলেট বলেন, “যাদের ভেতরে প্রকৃত দলীয় আদর্শ নেই, তারাই প্রতিহিংসার রাজনীতিতে লিপ্ত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা এ ঘটনার কঠোর শাস্তি চাই।”
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ব্যানার-ফেস্টুন ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে নাটোরে পুনরায় উগ্রচক্র সক্রিয় হয়ে উঠতে পারে। তারা দ্রুত সাংগঠনিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।