প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:১৪ পিএম (ভিজিট : ১০)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৫ পদের বিপরীতে লড়বেন ১৭৯ প্রার্থী। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় জাকসুর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্ত প্রার্থী ১০, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ৬, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮, সাংস্কৃতিক সম্পাদক ৮, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে ৮, নাট্য সম্পাদক পদে ৫, ক্রীড়া সম্পাদক পদে ৩, নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ৮, নারী সহ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক ৭, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭, নারী কার্যকরী সদস্য পদে ১৬ ও পুরুষ কার্যকরী সম্পাদক পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ১৭৯ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছি। আজ ৮৬ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং যাচাই-বাছাইয়ে ছয়টি মনোনয়নপত্র বাতিল করেছি। ২৫টি পদের জন্য মোট ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সচেষ্ট আছি, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিবেশ উন্নতর হবে।