রবিবার ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
শেষ মুহূর্তের গোলে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশের মেয়েরা
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১০)
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ৪-৩ গোলে হারাল বাংলাদেশ। প্রথম লেগে ভারতের কাছে ২-০ তে হেরেছিল লাল-সবুজের মেয়েরা। শেষ ম্যাচ জিতে রানার্সআপ হয়ে আসর শেষ করল অর্পিতা বিশ্বাসরা। যদিও আসরের শিরোপা গেছে ভারতের ঘরে।

প্রথম লেগে ভুটানকে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। নেপালকেও হারায় তারা। তবে ভারতের কাছে হেরে যায়। দ্বিতীয় লেগে নেপালের বিপক্ষে জয় পেলেও ভুটানের সঙ্গে ড্র করে পয়েন্ট হারায়।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পায় বাংলাদেশ। ২৫ সেকেন্ডে মামোনি চাকমার ক্রসে হেডে গোল করেন পূর্ণিমা চাকমা। সপ্তম মিনিটে ভারতের গোল ঠেকান অধিনায়ক অর্পিতা। তবে দুই মিনিট পর ডিফেন্সের ভুলে সমতায় ফেরে ভারত। গোল করেন অ্যালিশা লিংদো। ২৪ মিনিটে ভারতের আনুশকা সুযোগ নষ্ট করেন। ৩৪ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। পূর্ণিমার ক্রসে গোলকিপারের ভুলে বল পান আলপি আক্তার। জোরালো শটে তিনি জালে পাঠান।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ৪৮ মিনিটে ব্যবধান বাড়ান সুরভী আকন্দ প্রীতি। মামোনি চাকমার পাসে গোল করেন তিনি। তবে ৬৫ মিনিটে ভারতের প্রকৃতি বর্মনের গোলে ব্যবধান কমে ৩-২ হয়। শেষ দিকে সুযোগ নষ্ট করেন সুরভী। এরপর ভারতের অধিনায়ক ঝুলনের দূরপাল্লার শটে গোল হজম করে বাংলাদেশ। সমতায় আসে ম্যাচ। তবে শেষ মুহূর্তে নাটকীয়তায় ম্যাচের ৯৫ মিনিটে সুরভীর শট ভারতের গোলকিপার ঠেকালেও বল ডিফেন্ডারের গায়ে লেগে জালে যায়। ৪-৩ গোলে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রবাসে এক টুকরো বাংলাদেশ : ফ্রাঙ্কফুর্টে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
চার দফা দাবিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অবস্থান কর্মসূচি পালন।
কালীগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
কালীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
শেরপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ায় ক্ষোভ
লালনের পাগল নিয়ে আলোচনায় তামান্না হক
সালথায় বটগাছ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বহুমাত্রিক মেধাবী তরুণের নাম ফারদিন
ত্রিশালে মাদ্রাসা ভবনের ভিত্তি স্থাপনে আইএমইডি ডিজি মাহাবুব
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com