প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:৫৭ পিএম (ভিজিট : ২৯)
পুলিশের ব্যারিকেড ভেঙে মশাল মিছিল নিয়ে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক দফায় সংঘর্ষের পর এদিন রাত সোয়া ৮টার দিকে মশাল মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে যান জিওপির নেতাকর্মীরা।
এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে জাপা কার্যালয়ের দিকে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। পাশাপাশি জাপা কার্যালয়ের সামনে থাকা দলটির নেতাকর্মীদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
এ সময় অপর প্রান্ত থেকে ইট-পাটকেল ছুড়তে থাকেন জাপা নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজয়নগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষই দুই দিক থেকে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে।
ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন বলে জানা গেছে।