প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:২৭ পিএম (ভিজিট : ৬৭)
গাজীপুরের কালীগঞ্জে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম গত ২৬ আগস্ট কালীগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
সভায় গণমাধ্যমকর্মীরা কালীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ, কৃষি, সড়ক ও পরিবহন ব্যবস্থা, দুর্ঘটনা, খাল-বিল ও নদী দূষণ, যানজট, অবৈধ দখল, মাদক, হাটবাজার, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম। তিনি বলেন, “উল্লেখিত সমস্যাগুলো সমাধানের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে বিষয়গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।”
তিনি কালীগঞ্জের সার্বিক উন্নয়ন ও সমস্যার কার্যকর সমাধানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।