প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:৪৫ PM
২০ আগস্ট ২০২৫ ই বুধবার ১১০ জনের বহর নিয়ে সকাল ১০টায় চট্রগ্রাম এসোসিয়েশন কাতালোনীয়া বার্সেলোনার আনন্দ ভ্রমন এসোসিয়েশন এর উপদেষ্টা ও কর্মকর্তাদের প্রচেষ্টায় প্রকৃতির সাথে সমুদ্র মিতালীর মাতাল স্হান লা সিনিয়ায় ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে যাত্র শুরু, চঞ্চলা শহর ছেড়ে ১ ঘন্টা ১৫ মিঃ রাস্তা যেন আনন্দ গানে নিমিষে শেষ হয়ে যায়। আনোয়ার হোসেন রাজু গাজীর সুরেলা কন্ঠ, শিশু কিশোরের উচ্ছলতা যাত্রা পথের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। যাত্রাপথে সংগঠনের কর্মকর্তাদের সাথে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনীয়ার সাধারন সম্পাদক সাব্বির আহমেদ দুলাল, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, উপদেষ্টা শিমুল চৌধুরী, সামাজ কর্মি মমতাজ উদ্দিন সহ অন্যন্যরা।
লা সিনিয়ার মনোরম পরিবেশে নাস্তা পর্ব শেষে নানা পশরা সাজিয়ে খেলা ধুলার আয়োজন করা হয়। বর্ষিয়ান মুরুব্বির হাতে বল দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতায় পুরুষ্কার প্রাপ্তরা হলেন মোহাম্মদ ফারুক, মমতাজ উদ্দিন, মোহাম্মদ নাদিম, রকি, আলাউদ্দিন, ফাহমিদা, ফারিয়া, আইভি, নেকি, বেগম আব্দুর রাজ্জাক, জেবুন্নেছা।
১ হইতে ১০ বৎসরের শিশু কিশোর সকলকে প্রতিযোগিতা সহ সান্তনা পুরুষ্কার প্রধান করা হয়।
লটারীতে ১ম পুরুষ্কার মোবাইল জিতে নেন বেগম হীরা, ২য় পুরুষ্কার জিতে নেন মাহাবুবুর আলম নোবেল, ৩য় পুরুষ্কার ইলিয়াছ চুন্নু।
ভোজন পর্ব শেষে সকলে এক যোগে আনন্দস্নান এ একাকার হয়ে যায়,সমুদ্রের ডেউয়ের সাথে তাল মিলিয়ে সবাই গেয়ে উঠে, আজি সমুদ্রে সাথে আমরা সবাই পাগল পারা, আনন্দ ফিরে আসুক আবার হবো আত্মহারা।
রাত ৮টায় সবাই একযোগে গন্তব্যে ফিরে এসে আনন্দ ভ্রমনের সমাপ্তি টানেন।