রবিবার ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
সালথায় বটগাছ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ৬৫)
ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) সংসদীয় আসনের সালথায় বটগাছ প্রতীকের জন্য ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া। শনিবার (৩০আগস্ট) দিনব্যাপী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি। 

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন, মাওলানা আনিছুর রহমান, মাওলানা মুফতি ইব্রাহিম, হাফেজ মাওলানা জুবায়ের হাসান, মাওলানা এনায়েত হোসেন, নুরুল আবেদীন মুফতি আবুল হাসান, ফজলুল হক, মৌলবি আকুব্বর মিদ্দিন প্রমুখ। 

গণসংযোগকালে তিনি বলেন, আমি এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করিব ইনশাল্লাহ্। ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন শেষে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক কর্মকান্ডে ও একজন আইনজীবী হিসেবে নানা সামাজিক কর্মকান্ডে আমি আপনাদের পাশে রয়েছি। মাটি ও মানুষের প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এবারের নির্বাচনে আমার অংশ নেয়া। হযরত হাফেজ্বী হুজুর (রহ.) এর প্রতিষ্ঠিত বাংলাদেশ আন্দোলন ও তার বটগাছ মার্কা এদেশের গণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ও ভালবাসার প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার উদ্দেশ্যে আমি বটগাছ মার্কায় আপনাদের ভাই ও দোয়া চাই। বটগাছ যেভাবে তার বিশাল ছায়া ও মমতা দিয়ে সকলকেই আপন করে, তেমনিভাবে আমি দল-মত, জাত-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সকলকেই আপন কের সকলের ইহ-পারলৌকিক কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। জয় হোক সত্য ও সুন্দরের। 

তিনি আরও বলেন, আমি যদি আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে সালথা ও নগরকান্দায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করব। যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা গড়ে তুলব। এছাড়াও জনসাধারণের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করব। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
হাইব্রিড-নব্যরাই বিএনপির কাঁটা
বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিল নেদারল্যান্ডস
অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর: তারেক রহমান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেরপুরের তিন শিক্ষার্থী লড়ছেন ডাকসু নির্বাচনে
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
শেরপুরে খাদ্যে ভেজাল দেওয়ায় মদিনা ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
বাজেট সংকটে ভাঙছে আবাহনী, তারকা টানছে রূপগঞ্জ
কুমিল্লা বার্ডে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com