প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:৩০ পিএম (ভিজিট : ৪২)
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন'র এর ব্যানারে- নিরাপদ কর্ম পরিবেশ, উন্নত গ্রাহক সেবা, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, বৈষম্য, নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি এবং গ্রামীণ জনপদে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবার লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কারে তৃতীয় বারের মতো গঠিত কমিটির প্রতিবেদন দাখিল ও বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৩১আগস্ট) সকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে এই অবস্থান কর্মসূচিতে সদর দপ্তরসহ বিভিন্ন অফিস থেকে আগত কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করে তাদের চার দফা দাবি তুলে ধরেন।
এসময় বক্তারা পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার এবং আরইবি'র শোষণ, নিপীড়ন থেকে মুক্তির লক্ষ্যে - আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের গঠিত দুইটি কমিটির চূড়ান্ত প্রতিবেদন (আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী) কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সকল সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়ন) দাখিল এবং বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করা, ১৭ আগস্ট, ২০২৫ থেকে অদ্যাবধি হয়রানীমূলকভাবে বরখাস্তকৃত ও সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিলপূর্বক পূর্বের কর্মস্থলে পদায়ন করা, জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘন্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা
পাঁচ জন লাইনক্রুকে পূর্বের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলে ধরেন।