সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
ডাকসু নির্বাচন
দিল্লির বয়ান শোনানোদের লালকার্ড দেখাবেন শিক্ষার্থীরা: সাদিক কায়েম
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১১)
‘আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে যারা দিল্লির বয়ান শোনাচ্ছেন, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবেন’ বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

রবিবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, এক বছরজুড়ে ও জুলাই আন্দোলনে আমাদের প্যানেলের সদস্যদের যে শিক্ষার্থীবান্ধব ভূমিকা, আমাদের প্যানেলে যারা আছেন, তাদের যে যোগ্যতা, তাদের যে দক্ষতা—তাতে শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন। আগামী ৯ তারিখ আমরা ব্যালট বিপ্লব দেখবো। 

তিনি বলেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করছি। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় অংশের শিক্ষার্থীদের নিয়ে কোনও ভাবনা নেই। তারা দিল্লির বয়ান, বাকশালী বয়ানের ক্যাসেট বাজাচ্ছেন।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, আমাদের ছবি বিকৃতির জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু তিন দিন পার হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এর ছবি-ভিডিও সবই আছে।

এই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের জবাব শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে দেবেন।

রিট প্রসঙ্গে তিনি বলেন, আগে আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হতো। এখন অন্তত কেউ আদালতে যাচ্ছেন। যিনি রিট দায়ের করেছেন, তার প্রতি আমার শ্রদ্ধা আছে।

ফরহাদ আরও বলেন, এটা আদালতের বিবেচনাধীন বিষয়। এটার মীমাংসা আদালতেই হবে। কিন্তু রিট আরও আগে না করে নির্বাচনের এক সপ্তাহ আগে কেন করেছে, সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তবে এই দ্বিমতকে আমরা শ্রদ্ধা করি। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

খুলনা রূপসা সেতুতে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার
প্রবাসে এক টুকরো বাংলাদেশ : ফ্রাঙ্কফুর্টে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
চার দফা দাবিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অবস্থান কর্মসূচি পালন।
কালীগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
কালীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ায় ক্ষোভ
লালনের পাগল নিয়ে আলোচনায় তামান্না হক
সালথায় বটগাছ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ত্রিশালে মাদ্রাসা ভবনের ভিত্তি স্থাপনে আইএমইডি ডিজি মাহাবুব
বহুমাত্রিক মেধাবী তরুণের নাম ফারদিন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com