প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:২৯ পিএম (ভিজিট : ২৮)
গাজীপুরের কালীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলামের সাথে জামায়াত নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। এসময় তারা ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ বই উপহার প্রদান করেন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান, পৌর সেক্রেটারি মো. আনিসুর রহমান, পৌর নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আমীর-সেক্রেটারি ও উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় গণমাধ্যমকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মো. খায়রুল হাসান বলেন, “বর্তমান পরিস্থিতিতে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।” তিনি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।