প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:৩২ পিএম (ভিজিট : ২০)
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের গালূছ ভারটে অডিটোরিয়াম যেন একদিনের জন্য রূপ নিল ছোট্ট বাংলাদেশে। রঙিন ব্যানার, প্রাণের টানে মিলিত মুখ, আর আবেগঘন পরিবেশে সাজানো ছিল গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান।
সভাপতির আসনে ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব রোকন ফাইসাল। পরিচালনার দায়িত্বে ছিলেন প্রাণবন্ত সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান। উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত ব্যক্তিবর্গ মাহফুজ ফারুক, মোবারক হোসেন, সজল কুমার চক্রবর্তী ও শামীমা আক্তার। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও তাৎপর্যময়।
ফ্রাঙ্কফুর্ট ও আশপাশের শহর থেকে ছুটে আসা বাংলাদেশি কমিউনিটির অগণিত মুখে ছিল প্রবাসী জীবনের ব্যস্ততার ফাঁক গলে মাতৃভূমিকে ছুঁয়ে দেখার আনন্দ। দুপুরের খাবার, বিকেলের নাস্তা আর শিশু-কিশোর ও বড়দের খেলাধুলার উচ্ছ্বাস মিলিয়ে অডিটোরিয়াম জুড়ে যেন বেজে উঠেছিল বাংলার উৎসবের ঢেউ।
মঞ্চে উঠে সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান যখন গাজীপুর জেলার ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তথ্যবহুল বক্তৃতা দিচ্ছিলেন, তখন উপস্থিত সবাই অনুভব করছিলেন এক অদৃশ্য সেতুবন্ধন -যেন প্রবাসে থেকেও আপন জন্মভূমির মাটির ঘ্রাণে ভিজে যাচ্ছে মন।
সবশেষে আগামীতে আরও সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের প্রতিশ্রুতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তবে প্রবাসী হৃদয়ে সেই দিনের আলো ছড়িয়ে যায় দীর্ঘ সময়ের জন্য, ফ্রাঙ্কফুর্টে আঁকা হয়ে যায় প্রবাসী জীবনের রঙিন ক্যানভাসে এক টুকরো বাংলাদেশ।
ফাতেমা রহমান রুমা
জার্মানি