প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৭:২৯ PM
প্যারিস অলিম্পিকে বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন সাগর ইসলাম। আজ বাছাই পর্বে তার সঙ্গে লড়াইয়ে ছিলো টোকিও অলিম্পিকে ফাইনালে খেলা ইতালির আর্চার মাউরো নেসপোলি। ইতালির এই তারকার সঙ্গে বাংলাদেশের লড়াইয়ে ফেবারিট কে তা সেটা স্পষ্ট।
এরপরও লড়াই জমানোর আশা ছিলো। কিন্তু তা করতে পারলেন না বাংলাদেশের আর্চার। ইতালির মাউরো নেসপলির কাছে সরাসরি ৬-০ পয়েন্টে হেরেছেন তিনি। সাগরকে ৩০-২৭, ২৭-২৬, ২৮-২৫ ব্যবধানে হারিয়ে শেষ ৩২ এ জায়গা পেয়েছেন নেসপলি। সব শেষ অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রুপা জিতেছিলেন ইতালির এই আর্চার।
প্যারিস অলিম্পিকে র্যাঙ্কিং রাউন্ডটাও খুব একটা ভালো যায়নি সাগরের। ৬৪ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছিলেন এই আর্চার। ১৮ বছর বয়সী সাগরের স্কোর ছিল ৬৫২। অন্যদিকে ৬৭০ স্কোর গড়ে নেসপোলি ছিলেন ২০তম। প্যারিস অলিম্পিকে এবার বাংলাদেশ থেকে অংশ নেন পাঁচ অ্যাথলেট। এরই মধ্যে তিন জন বিদায় নিয়েছেন। বাছাই পর্ব থেকেই বাদ পড়েন শুটার রবিউল ইসলাম। আর সাঁতারের হিট থেকেই বিদায় ঘটে সামিউল ইসলাম রাফির।