প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৩১ PM
মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে উৎসবমুখর বনভোজন এবং মিলন মেলা সম্পন্ন হয়েছে। গতকাল মাদ্রিদের ভিরখেন দে নউয়েবা লেক পাহাড় এবং সবুজ বনাঞ্চলের মনমুগ্ধকর পরিবেশে এ এ বনভোজনে বৃহত্তর সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাদ্রিদ যখন উত্তপ্ত গরমে পুড়ছে, চারিদিকে ছুটির আমজে পরিবার পরিজন নিয়ে এ আয়োজন মুগ্ধতা এবং পারিবারিক বন্ধনের অন্যরকম আবেশ ছড়িয়েছে।
গতকাল অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন, বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহ্বায়ক মাওলানা আব্দুর রাজ্জাক,সহসভাপতি দবির তালুকদার, সাবেক সভাপতি আব্দুর মুজাক্কির, সদস্য আবদুল কাইয়ুম মাসুক,বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ হোসেন,সাইফুল ইসলাম ইকবাল।
সংগঠনের সভাপতি আহমেদ আসাদুর রহমান সাদ, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নুরুল হুসেন, উপদেষ্টা নোমান আহমেদ, জামাল আহমেদ সোলেমান আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মিসবাহ আহমেদ, সহ সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বাবু, প্রিয়ার সম্পাদক ছালিক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের দিনব্যাপী ছিল শিশু কিশোরদের খেলা, পুরুষদের কাবাডি ও মহিলাদের বালিশ খেলা।এছাড়াও কিশোরদের মাঝে তেলাওয়াত প্রতিযোগিতাও করা হয়।
সদস্যদের মধ্যে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাহার উদ্দিন,আরিফ আহমেদ,তারেক আজিজ,জুবরান আহমেদ, ফেরদৌস আহমেদ রাহী, আহমেদ মুন্না,আব্দুর রহমান,আহমেদ শাহিন,সোহেল আহমেদ, সুলতান আহমেদ, নাইস আহমেদ, সালমান আহমেদ, জিয়াউদ্দিন, মামুন আহমেদ, আতিক আহমেদ, জিয়াউদ্দিন, সুমন আহমেদ, বাবুল আহমেদ, মোশারফ হোসেন ও ইসলাম উদ্দিন।