প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৫:০৭ পিএম (ভিজিট : ১৩)
এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার বিপক্ষে লিড নিয়েও ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। চায়নিজ তাইপের বিপক্ষে ৮-৩ গোলের বড় জয়ে ওই ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
শনিবার ভারতের বিহারের রাজগিরিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে একটি করে গোল করে সমানে সমানে ছিল বাংলাদেশ ও চাইনিজ তাইপে। দুই কোয়ার্টার শেষ হয় ২-২ সমতায়।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচটা পক্ষে নিয়ে আসে বাংলাদেশ। ওই কোয়ার্টারে চার গোল করেন আশরাফুলরা। দলকে প্রথম লিড এনে দেন সোহানুর। এক মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেন রাকিবুল হাসান। ব্যবধান ৫-২ করে ফেলেন তিনি। দলের হয়ে আশরাফুল ইসলাম ৪৪ মিনিটে ৬-২ ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে তৃতীয় কোয়ার্টার শেষ করেন।
চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ দুটি ও চাইনিজ তাইপে এক গোল করে। রেজাউল বাবু ৫৫ মিনিটে গোল করেন। আশরাফুল তার দ্বিতীয় গোলটি করেন ৫৭ মিনিটে। দুই মিনিট পরে গোল খাওয়ায় জয়ের ব্যবধান একটু ছোট হয় বাংলাদেশের।
চাইনিজ তাইপের বিপক্ষে এই জয় প্রত্যাশিত ছিল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (২৯তম) চেয়ে পিছিয়ে তারা (৩৮তম)। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে চায়নিজ তাইপে। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তাদের বিপক্ষে হারের ব্যবধান ছোট রাখতে পারলে ‘বি’ গ্রুপে তিনে শেষ করেও ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ।