বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫ ১৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


অপহরণ ও হামলার অভিযোগে কেরালার অভিনেত্রীর বিরুদ্ধে মামলা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:১৭ PM

এক আইটি কর্মকর্তাকে অপহরণ ও হামলার অভিযোগ উঠেছে কেরালার জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মেননের বিরুদ্ধে। এ ঘটনায় অভিনেত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

এ মামলায় আগাম জামিনও পেয়েছেন অভিনত্রী। কেরালা হাইকোর্টের বিচারপতি বেচু কুরিয়ান থমাসের দেওয়া আদেশ অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না।

অভিযোগ অনুযায়ী, গত ২৪ আগস্ট কোচির একটি বারে বাদী ও অভিনেত্রীর দলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর পরপরই লক্ষ্মী মেননসহ কয়েকজন তার গাড়ি ধাওয়া করে। কোচির নর্থ রেলওয়ে ওভারব্রিজের কাছে থামিয়ে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে অন্য এক গাড়িতে তুলে নেয়। পরে গাড়ির ভেতরে তাকে মারধর করা হয় এবং কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় এরনাকুলাম নর্থ থানার পুলিশ ইতিমধ্যে তিন অভিযুক্ত- মিথুন, অনীশ ও সোনামোলকে গ্রেপ্তার করেছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, আগাম জামিন আবেদনে লক্ষ্মী মেনন অভিযোগ অস্বীকার করেছেন। লক্ষ্মী জানান, তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে।

তিনি দাবি করেন, বারে তিনি ও তার এক নারী বন্ধু মৌখিক ও যৌন হয়রানির শিকার হয়েছিলেন। এমনকি বারের বাইরে বের হওয়ার পর অভিযোগকারী পক্ষই নাকি তাদের ওপর বিয়ার বোতল নিয়ে হামলা চালায়।

এনডিটিভি জানিয়েছে, তাঁদের হাতে থাকা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, লক্ষ্মী মেনন ও তার দল ভুক্তভোগীর গাড়ি থামাচ্ছেন।

পুলিশের পক্ষ থেকে আদালতে বিস্তারিত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং শুনানি স্থগিত করা হয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, কোচির এই নৃত্যশিল্পী ২০১১ সালে মালায়ালম চলচ্চিত্র ‘রঘুবিন্টে স্বান্থাম রাজিয়া’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। পরে তামিল চলচ্চিত্র ‘সুন্দরাপান্ডিয়ান’ (২০১২) এবং ‘কুমকি’ (২০১২)-তে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। অভিনয়ের জন্য তিনি একাধিক পুরস্কারও অর্জন করেছেন। সূত্র: এনডিটিভি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫০০-২০০০ ব্যক্তি ভোলাগঞ্জের সাদা পাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন
প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরকার দায়িত্বহীন: এনসিপি
গারো পাহাড়ে খাবারের সন্ধানে লোকালয়ে বন্য হাতির দল, দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ!
শেরপুরে খাদ্যে ভেজাল দেওয়ায় মদিনা ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নেইমার-ভিনি-রদ্রিগোকে ছাড়াই দল ঘোষণার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি
তিন দফা দাবিতে শাহবাগে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স'
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, যুবক আটক
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি
শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com