বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫ ১৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


২০০-২৫০ রানে পৌঁছানোর চেষ্টা করব: লিটন দাস
ক্রিড়া প্রতিবেদন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:০১ PM

নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ আগস্ট তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিলেটে সিরিজ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস জানান, সিলেটের উইকেট খুবই ভালো। তারা বড় রান করার চেষ্টা করবেন। সিলেটের সঙ্গে এশিয়া কাপের ভেন্যু আবুধাবির মিল পাওয়া যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

লিটন দাস বলেন, ‘ব্যাটার-বোলারদের জন্য আদর্শ উইকেট। এখানকার (সিলেট) মতো কন্ডিশন আবুধাবিতেও পাওয়ার সম্ভাবনা আছে। দলের খেলোয়াড়রা জানে, এখানকার কন্ডিশন কেমন হতে পারে। ম্যাচের কন্ডিশন কাজে লাগিয়ে ম্যাচের ফলাফল বের করার চেষ্টা করবো। ২০০-২৫০ রান করা অভ্যাসের বিষয়। না পারলেও ওই ধারাবাহিকতায় পৌছানোর চেষ্টা করবো।’  

প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে ছোট করতে চান না টি-২০ অধিনায়ক লিটন দাস। ডাচরা ভালো উইকেটে ক্রিকেটে খেলে অভ্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। তার প্রথম লক্ষ্য থাকবে জয়, সঙ্গে চেষ্টা করবেন এশিয়া কাপের আগে নতুনদের পরীক্ষা করে নেওয়ার, ‘তারা ভালো উইকেটে খেলে অভ্যস্ত। দুই দলের জন্যই চ্যালেঞ্জ থাকবে। এশিয়া কাপের আগে কিছু খেলোয়াড় পরীক্ষা করা গেলে করবো। একই সঙ্গে আমাদের জেতার জন্য যেতে হবে।’ 

সিলেটে ট্রেনিং ক্যাম্পের আগে ঢাকায় ফিটনেস ট্রেনিং ক্যাম্প করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। জুলিয়ান উডের অধীনে করেছেন পাওয়ার হিটিং ক্লাস। লিটন জানান, বর্তমান সময়ের ক্রিকেটে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাওয়ার হিটিং ক্লাসে তারা অনেক নতুনত্ব পেয়েছেন। তবে এক-দুদিনে সব বদলে ফেলা সম্ভব নয়।

লিটন বলেন, ‘আজকের দিনের ক্রিকেটে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। ঢাকায় ফিটনেস ট্রেনিংটা কাজে লাগবে। পাওয়ার হিটিং ক্লাসে নতুনত্ব ছিল। কিন্তু কোন কিছু এক-দুই দিনে হয়ে যায় না। সেজন্য সময় দিতে হবে। যে যার প্যাটার্নে ক্রিকেট খেলে। চেষ্টা করছে এর মধ্যে ভিন্ন কিছু করার।’  

বাংলাদেশ দলের ক্রিকেটাররা সিলেটে লাল ও সবুজ দলে ভাগ হয়ে একটি ম্যাচ খেলেছে। ভালো রান হওয়া ওই প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন বাঁ হাতি ওপেনার পারভেজ ইমন। লিটন জানিয়েছেন, পারভেজের ইনজুরির বিষয়ে টিম ম্যানেজমেন্ট বা ফিজিও’র পক্ষ থেকে কোন বার্তা তাকে দেওয়া হয়নি। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫০০-২০০০ ব্যক্তি ভোলাগঞ্জের সাদা পাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন
প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরকার দায়িত্বহীন: এনসিপি
গারো পাহাড়ে খাবারের সন্ধানে লোকালয়ে বন্য হাতির দল, দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ!
শেরপুরে খাদ্যে ভেজাল দেওয়ায় মদিনা ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নেইমার-ভিনি-রদ্রিগোকে ছাড়াই দল ঘোষণার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি
তিন দফা দাবিতে শাহবাগে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স'
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, যুবক আটক
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি
শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com