প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৭:৫১ PM
কক্সবাজারে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। এসময় আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সনাতনী নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতারা কক্সবাজার জেলায় তেমন কোন ঘটনা না ঘটায় প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি ধন্যবাদ জানান।
সেনাবাহিনী,র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। সবাই মিলে এই সমস্যার সমাধান করতে হবে, যদি কোনো প্রকার হুমকি বা নিরাপত্তা ঝুঁকির তথ্য পেলে অবগত করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃংখলা বাহিনীকে সাথে নিয়ে কাজ করছে জানিয়ে সকলকে সতর্ক থাকতে বলেন।
সভায় পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, র্যাব ১৫ অধিনায়ক লে,কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন, সেনাবাহিনীর ৯ ইবি-র ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানী বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্যে রাখেন-জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, উদয় শংকর পাল মিঠু, দীপক শর্মা দীপু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, বৌদ্ধ সম্রদায়ের প্রতিনিধি রবীন্দ্র বড়ুয়া, জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পালসহ বিভিন্ন উপজেলার পুজা কমিটির নেতৃবৃন্দ।