প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:৩৬ PM
তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালীগঞ্জ বাজারের খোদেজা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
এ সময় জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশনের কর্মকর্তা বহিৃ শিখা রায় এবং উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম জানান, “প্রশিক্ষিত বেকার ও উদ্যোগী নারীদের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করতে সরকারিভাবে হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য এ বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। নারী উদ্যোক্তারা এখানে তাদের তৈরি নকশীকাঁথা, কাপড়, সুতা ও পাটজাত সামগ্রীসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বিক্রি করবেন। পাশাপাশি প্রদর্শনীর মাধ্যমে তাদের পণ্যের প্রচার-প্রসারও ঘটানো হবে।”
উদ্যোগটি নারীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন, এই কেন্দ্রের মাধ্যমে কালীগঞ্জের নারীরা নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন এবং এলাকার অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবেন।