প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:০৯ PM
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম , আলোচনা সভা, বিশেষ দোয়া দোয়া অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তরের প্রতিনিধি আব্দুল গাফফার ও এম এ সালাম শান্ত এর উদ্যোগে বুধবার সন্ধ্যায় বক্তারপুর বায়তুল কুরআন নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আব্দুল গাফফারের সভাপতিত্বে ও এম এ সালাম শান্ত'র সঞ্চালনায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, বৃহত্তর ঢাকা কাস্টম সরকার ফোরামের সাংগঠনিক সম্পাদক একে এম রশিদুল ইসলাম রাশিদুল ইসলাম সুমন, গাজীপুর জেলা জনতার শ্রমিক দলের আহবায়ক মিনাজ আবেদন বিশাল, কালীগঞ্জ উপজেলা জনতা দলের যুগ্ন আহবায়ক আখতারুল ইসলাম লিখন, বক্তারপুর ইউনিয়ন জনতার যুব দলের সদস্য সচিব আপেল মাহমুদ, ইউপি সদস্য কাজী রিপন, জনতার শ্রমিক দলের সদস্য আকবর আলী আকন্দ, আবু বকর সিদ্দিক,
কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার জনতার ছাত্রদলের আহ্বায়ক ফাইজুল আকন্দ, অত্র মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মাসুম, হাফেজ নুর আলী, মাওলানা কাউসার আহমেদ।
দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মোঃ নুরুল আলম।বক্তারা বলেছেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন।
তার দেশপ্রেম, মানবিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগ সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। এই সাহসিকতার জন্যই তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। একটি দেশ স্বাধীন করার পরে তিনি দেশের লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
আরও বলেন, তার সৃষ্টি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন, সেই সাহসিকতার জন্য ২৪-এর গণঅভ্যুত্থানেও পথভ্রষ্ট হয়নি। সাহসিকতার সঙ্গে জনমানুষের কথা বলেছে, লিখেছে। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সত্য প্রকাশে অনড়। এই প্রেরণার উৎস বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।