বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


নকলায় মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:২৯ PM

পরিবেশের ভারসাম্য রক্ষাসহ এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে শেরপুরের নকলায় বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মাদ্রাসা প্রাঙ্গনে ২টি কৃষ্ণচুড়া গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন মাদ্রাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম।

এসময় মাদ্রাসাটির সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী মাওলানা মো. হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন জানান, বর্ষাকাল গাছের চারা রোপনের উপযুক্ত সময়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং এলাকা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য ও সুভাষ বৃদ্ধির লক্ষ্যে ফল ও কাঠ জাতীয় গাছের চারা রোপনের পাশাপাশি ফুলদায়ী সুভাষ ছড়ানো গাছের চারা রোপন করার আহবান জানান তিনি।

সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, শেরপুর জেলার প্রবেশদ্বার নকলা উপজেলাকে দৃষ্টিনন্দন করতে উপজেলাব্যাপি সহস্ত্রাধিক কৃষ্ণচুড়া গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহন করেছে ‘নকলা অদম্য মেধাবী সংস্থা’ নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙ্গীনায় ফল ও কাঠ জাতীয় গাছের চারা রোপনের পাশাপাশি অন্তত একটি করে কৃষ্ণচুড়া ও বকুল ফুল গাছের চারা রোপনে আগ্রহী হয়েছেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গনে ২টি কৃষ্ণচুড়া গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। তিনি বলেন ‘চলতি বর্ষা মৌসুমে মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সুবিধাজনক স্থানে অন্তত ৫টি করে গাছের চারা রোপনের পরামর্শ দেওয়া হয়েছে। এই কর্মসূচি মাসব্যাপি চলবে।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com