রবিবার ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:৫২ পিএম   (ভিজিট : ৬৬)
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লংমার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক প্রতিবাদ সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাওকালে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। 

তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না। সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জকেও আওয়ামী মুক্ত করতে হবে। আজ যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তারে আমরা ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে তাদের গ্রেপ্তার করতে না পারলে আগামী পরশু (শুক্রবার) লং মার্চ টু গোপালগঞ্জ পালিত হবে।

এনসিপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভাই-ব্রাদাররা উপদেষ্টা পরিষদে থেকেও আপনাদের নিরাপত্তা দিতে পারছে না। এ ব্যর্থতার দায় তাদের ওপরও বর্তায়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারলে তাদের সরকারে থাকার কোনো অধিকার নেই। 

বিক্ষোভে জুলাই ঐক্যের সংগঠক ঢাবি শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, এনসিপি অনুমতি নিয়েই গোপালগঞ্জে প্রচারণা চালাতে গেছে। কিন্তু সেখানকার আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। পুলিশ সেখানে দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা এই হামলার নিন্দা জানাই।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জেও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা করেছে তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, এনসিপি নিয়ে অনেক তর্ক বির্তক থাকতে পারে। কিন্তু এই যোদ্ধাদের ওপর কেউ হাত দিলে আমরা তাদের দেশছাড়া করব। জুলাই ঘোষণাপত্রকে বাধাগ্রস্ত করতে এই ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’: আসিফ মাহমুদ
সাত বছর পর চীন সফরে মোদি, সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: শি’কে মোদি
পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা, তবু নেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি
জিএম কাদেররা বাংলাদেশে রাজনীতি করেন কীভাবে, প্রশ্ন রিজভীর
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেরপুরের তিন শিক্ষার্থী লড়ছেন ডাকসু নির্বাচনে
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
শেরপুরে খাদ্যে ভেজাল দেওয়ায় মদিনা ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
২০০-২৫০ রানে পৌঁছানোর চেষ্টা করব: লিটন দাস
নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ায় ক্ষোভ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com