প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:২৯ PM
লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বারবার সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হলেও তেমন কোন সংস্কার কার্যক্রম শুরু হয়নি।
এ কারণে প্রতিবাদস্বরূপ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের বিরুদ্ধে "গায়েবানা জানাযা" কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী জনগণ।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের দক্ষিণ তেমুহনী সড়ক ও জনপদ অফিসের সামনে সর্বস্তরের মানুষ এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন: জেলা সিসিএস-এর প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল, বেলায়েত হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, "লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাস্তায় খানাখন্দ এবং ভাঙাচোরা অবস্থা একেবারে বেহাল। এর ফলে যানবাহন এবং পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কয়েকবার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে এই বিষয়ে অবহিত করা হলেও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা আজকের গায়েবানা জানাযার আয়োজন করেছি।" বক্তারা আরও জানান, "যত দ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ না নেয়া হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।"
এ বিষয়ে জানতে সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে অফিসে গিয়েও পাওয়া যায়নি।