প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২:৪২ PM
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১৪ জনের বহর বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। পাকিস্তানের ঘোষিত স্কোয়াডের বাকি সদস্যরা (১৩ জনের বহর) ঢাকায় পা রাখবেন আজ বিকাল পাঁচটায়। পাকিস্তান চলে এলেও বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কাতে। আজ শেষ ম্যাচ খেলে বৃহস্পতিবার দেশে ফেরার কথা লিটন দাসদের।
সংক্ষিপ্ত এই সফরে অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে আসছেন সালমান আগা। সিরিজের প্রথম ম্যাচ ২০ জুলাই। বাকি দুই ম্যাচ ২২ ও ২৪ জুলাই। ম্যাচগুলো হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আইসিসি এফটিপির বাইরে দুই দেশের বোর্ডের সমঝোতায় আয়োজন করা হয়েছে এ সিরিজ।
প্রথম বহরে ঢাকায় পা রেখেছেন অধিনায়ক সালমান, সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, খুশিদল শাহ, ফাহিম আশরাফ এবং সাপোর্ট স্টাফরা। বিমানবন্দরে বিসিবির পক্ষ থেকে ফুল দিয়ে সফরকারীদের বরণ করে নেওয়া হয়। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেল সোঁনারগাওয়ের উদ্দেশে পৌঁছান তারা।
বাংলাদেশে আসার আগে সোমবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই সিরিজ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা, ‘আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। করাচিতে আমাদের অনুশীলন ক্যাম্প খুবই মনোযোগী ও পরিপূর্ণ ছিল। আমরা দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এমন পরিবেশে অনুশীলন করেছি যা বাংলাদেশে খেলার সময় প্রত্যাশা করছি।’
এই সিরিজের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ। লিটন দাসরা এখনও শ্রীলঙ্কায় রয়েছেন। আজ সিরিজের শেষ ম্যাচ খেলে কাল দেশের পথে রওয়ানা হবেন তারা। দেশে এসেই খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি।