বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


৬৩৫ জিপিএ ৫- এসএসসিতে অভাবনীয় সাফল্য সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের
নিজস্ব প্রতিবেদক,আবদুল হাই তুহিন
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৭:৪৭ PM

জুলাই বিপ্লবের ট্রমার মধ্যেও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ- ৫ পেয়েছেন ৬৩৫জন শিক্ষার্থী। মোট উত্তীর্ণ হয়েছেন ১৪৪২জন। প্রতিষ্ঠানটির পাশের হার ৯৪ দশমিক ৬৮ শতাংশ। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর ডেমরায় অবস্থিত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ১৫২৩ শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে ৬১৯, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ ও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫জন। ইংলিশ ভার্সন থেকে পরীক্ষায় ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৭২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

প্রতিষ্ঠানটি থেকে এ বছর মেয়েদের থেকে জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে আছে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের অভাবনীয় ফলাফলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল ধন্যবাদ জানিয়েছেন। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা প্রতিক্রিয়ায় বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষা বিগত সময়ের তুলনায় অবশ্যই কঠিন ও ব্যতিক্রম ছিল। কেবল মেধাবী শিক্ষার্থীরাই এ বছরের এসএসসি পরীক্ষায় ভালো করতে পেরেছে। আমাদের শিক্ষার্থীরা বিগত সাফল্যের ধারায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী । 

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের ট্রমা অনেক শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার করায় ইচ্ছা থাকা সত্ত্বেও সব শিক্ষার্থী এ বছর পরীক্ষায় ভালো করতে পারেনি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বরাবর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। ২০১৫ সালের ঢাকা বোর্ডে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করায় এসএসসিতে ১ম স্থান অধিকার করে । ২০১২ সালে হয়েছিল ২য়। কলেজ শাখা থেকেও  প্রতিষ্ঠার পর থেকে ভালো ফলাফল করে আসছে।

ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থীদের চেষ্টার সঙ্গে শিক্ষকদের সহযোগিতার কথা তুলে ধরে প্রতিষ্ঠান প্রধান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এখানে শিক্ষকতা করেন। তারা আন্তরিকতার সঙ্গে পাঠদান করায় শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়ালেখা করার সুযোগ পান। এছাড়াও সহশিক্ষা তথা ক্লাব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু আছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com