প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:৪৯ PM
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা-ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাধারণ ছাত্র-জনতা ও এনসিপির সমর্থকেরা। এতে রাস্তার একপাশের যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ৪০ থেকে ৫০ জনের একটি দল। এসময় নেতাকর্মীরা ‘হই হই রইরই, আওয়ামী লীগ গেল কই, গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির পূর্বঘোষিত সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ এনসিপি নেতারা।