শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


বিজ্ঞান ও প্রযুক্তি
চীনে প্রথমবার হাসপাতাল ওয়ার্ডে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:২০ পিএম   (ভিজিট : ৩৭৪)
প্রযুক্তির নাম বিসিআই—ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। এই প্রযুক্তির মাধ্যমে রোগী শুধু চিন্তা করে নিয়ন্ত্রণ করতে পারেন বিভিন্ন ধরনের যন্ত্র। আর সেই প্রযুক্তি এবার গবেষণাগার থেকে পৌঁছে গেছে হাসপাতালের ওয়ার্ডে। বেইজিংয়ের থিয়ানথান হাসপাতালে চালু হয়েছে চীনের প্রথম বিসিআই ক্লিনিক্যাল ওয়ার্ড। এতে করে নতুন গতি পেলো অত্যাধুনিক এ প্রযুক্তি।

বিসিআই এমন এক প্রযুক্তি, যা মানব মস্তিষ্কের বিদ্যুৎতরঙ্গ শনাক্ত করে সেটাকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। আর এতে করে রোগী চিন্তা করেই শরীরের প্যারালাইজড অংশ চালাতে পারেন বা নড়াচড়া করতে পারেন যান্ত্রিক কোনও অঙ্গ।

থিয়ানথান হাসপাতালের প্রধান নিউরোসার্জন চাও চিচং বলেন, ‘প্রথমে রোগীর পেশি শক্তি ছিল তৃতীয় গ্রেডের, যা ‍খুব দুর্বল। কিন্তু বিসিআই প্রশিক্ষণ শুরুর পর এখন তিনি নির্দিষ্ট পেশিগুলো সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন। এটাই বিসিআই-এর বাস্তব ফল।’ 

গবেষকদের মতে, মূলত নিউরোসায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চিকিৎসাবিজ্ঞানকে এক সুতোয় গেঁথেছে বিসিআই প্রযুক্তি। মানুষের প্রতিটি চিন্তাই মাথায় একধরনের বৈদ্যুতিক সংকেত তৈরি করে, যা বিসিআই সিস্টেম শনাক্ত করে এবং সেটাকে ডিভাইস নিয়ন্ত্রণের ভাষায় অনুবাদ করে।

এই প্রযুক্তি এখন শুধু হাত-পা নয়, কথা বলার ক্ষমতা ফেরাতেও কাজ করছে। যদিও এখনও এটি গবেষণা পর্যায়ে রয়েছে।

চাও চিচং আরও বলেন, ‘আমরা চলাফেরা ও কথা বলার ক্ষেত্রে ভালো ফলাফল দেখছি। তবে এখনও এটি গবেষণার পর্যায়ে—চূড়ান্ত প্রয়োগে সময় লাগবে।’

বিসিআই প্রযুক্তি শুধু হাসপাতালেই সীমিত নয়—এর পেছনে কাজ করছে চিকিৎসা সামগ্রী নির্মাতারাও। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের রিশেনা নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এক অভিনব নিউরাল স্টিমুলেটর, যা রোগীর মাথায় বসানোর পর স্মার্টফোন অ্যাপেই ব্রেইনওয়েভ মনিটরিং সম্ভব।

রিশেনা মেডিক্যাল ডিভাইস কোম্পানির মহাব্যবস্থাপক তুই ইউহুই জানালেন, ‘আমাদের নতুন নিউরাল স্টিমুলেটর এমনভাবে ডিজাইন করা যে, একবার বসানোর পর রোগীকে হাসপাতালে থাকার দরকার নেই। শুধু মোবাইল অ্যাপে ব্রেইনওয়েভ রেকর্ড করে ক্লাউডে আপলোড করলেই হবে—ডাক্তাররা সেখান থেকেই বিশ্লেষণ করে চিকিৎসা ঠিক করে দিতে পারবেন।’

বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাত, প্রযুক্তি শিল্প এবং সরকারি নীতিনির্ধারকদের সমন্বিত প্রচেষ্টায় এই বিসিআই প্রযুক্তিই আগামী দিনে হয়ে উঠবে যাবতীয় চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে
শৈলকূপা’র সেই প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
ব্যক্তি জীবনে কেমন ছিলেন অভিনেতা রাজীব
বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: চিকিৎসক
দেশি মুরগি ৬০০ রুই ৪০০, মধ্যবিত্তের শেষ ভরসা এখন ব্রয়লার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আলোকিত ব্যক্তিত্ব প্রিয় শিক্ষক আব্দুল মতিন
জনপ্রিয় জাদুশিল্পী প্রিন্স হারুন ফের আন্তর্জাতিক মঞ্চে
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” — বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা
ত্রিশালে আহলে হাদিসের ৪৪ তম জাতীয় ইজতেমা শুরু আজ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com