প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৭:৫১ PM
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর একে একে বিএনপির একাধিক শীর্ষ নেতা গ্রেফতার হয়েছেন। এবার আটক করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নিউ এলিফ্যান্ট রোড এলাকা থেকে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বড় ভাই হ্যাপী চৌধুরীর বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে অভিযোগ করেছেন, এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ হাজারের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।