বুধবার ২৫ জুন ২০২৫ ১১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা
সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৬:৪৭ PM

নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহফুজুর রহমান কালাম জয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মাছুম চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন ফরিদা পারভীন  শ্যামলী। 

উপজেলা পরিষদ  চেয়ারম্যান পদে লড়েছেন চারজন। তারা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু (মোটরসাইকেল) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম)। গত কাল (২১মে) মঙ্গলবার রাতে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বেসরকারিভাবে কালামকে বিজয়ী ঘোষণা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ৬৬৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮৩হাজার ৮৬৮ ভোট পেয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান কালাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন  মো. বাবুল  হোসেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৭৫ হাজার ৭৭৮ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে মাসুম চৌধুরী পেয়েছেন ৩৮ হাজার ৯৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ মাহবুব আলম। টিয়াপাখি প্রতীকে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৯৪০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা  পারভীন (শ্যামলী) ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৯৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা  আক্তার (ফেন্সি)।  হাঁস  প্রতীকে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৯৪০ভোট। এর আগে (২১মে) মঙ্গলবার আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সালথা নেতাকর্মীদের মারধর জুলুম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংস্কারের প্রশ্নে কোনো আপস নেই : নুর
রোদ, ঘাম আর স্বাস্থ্যঝুঁকি: কেমন হোক গরমের দিনযাপন?
জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না : জ্বালানি উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেখ হাসিনা আইনের শাসন ধ্বংস করেছেন : গিয়াসউদ্দিন
গাজীপুরে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা ও আনন্দ মিছিল
কুড়িগ্রামের ফুলবাড়ী: মাদকের রেডজোনে পরিণত সীমান্তবর্তী উপজেলা
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা গ্রেপ্তার
ভালুকায় পোশাক কারখানার সামনে থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com