প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৫:৩৩ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে পড়ে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার পর আনন্দ-উল্লাসে মেতে উঠেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে এই উল্লাস চললেও এর আড়ালে কিছু অসাধু মানুষ ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করছে। যা নিয়ে উদ্বিগ্ন সবাই।
এসব ব্যাপারে অন্যসব মানুষের মতোই উদ্বিগ্ন শোবিজ তারকারাও। তাদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। পোস্টে এ অভিনেত্রী লেখেন, ‘আসুন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষ ও দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।’
তার এই পোস্ট নজর কেড়েছে ইন্ডাস্ট্রির সহকর্মী ও নেটিজেনদের। তাইতো বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তারা। মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির পোস্টের মন্তব্যের ঘরে বলেন, ধন্যবাদ বন্ধু। আমাদের এখন একে অপরকে রক্ষা করতে হবে। একে অপরকে ধ্বংস করে নতুন বাংলাদেশ গড়তে পারবো না আমরা। অপরাধীদের দিয়ে উন্নতি করতে পারে না দেশ। তিনি লিখেছেন, আসুন আমরা সব ভয়েজ ও প্ল্যাটফর্মকে এখনই সচেতনতা তৈরি করতে এবং জাতিকে রক্ষা করার জন্য জনগণের বীর আত্মাকে উৎসাহিত করতে ব্যবহার করি। এসব ধ্বংস করবেন না। আর সালমানের এই মন্তব্যে সহমত জানিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে রোববার (৪ আগস্ট) ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের প্রথম থেকে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ। শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের হামলায় কয়েক শতাধিক শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৃত্যু হয়। এ অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ ও আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা।