প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম (ভিজিট : ৭১)
বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ফরাজি লুৎফর রহমান ০১ ডিসেম্বর সোমবার রাত ১০টায় যশোরের অভয়নগর উপজেলার একতারপুরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। ফারাজী লুৎফর রহমান স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অনেক স্বজন, আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সদস্য শাপলা রহমানের পিতা।
০২ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর একতারপুর মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ফারাজী লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দৈনিক সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পন ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
ফারাজী লুৎফর রহমানের জন্ম ২০ জুলাই ১৯৪৮ যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের ফারাজী বাড়িতে। বাবা মরহুম আনোয়ার-উল-হক ফারাজী। মাতা রহিমা বেগম। সাত ভাইবোনের মধ্যে তিনি ষষ্ঠ। রাষ্ট্রবিজ্ঞানে øাতকোত্তর। ছাত্রজীবন থেকে লেখালেখি শুরু। স্থানীয় ও জাতীয় দৈনিকে তাঁর লেখা ছোটগল্প, কবিতা প্রকাশিত হয়েছে অনেক। কর্মজীবনে প্রথমে ব্যবসায় পরবর্তীতে শিক্ষকতা বেছে নেন। এছাড়া তিনি লেখালেখির সাথেই সম্পৃক্ত ছিলেন। তাঁর লেখা অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে, একাত্তর ভুলব না তোমায়’, ‘কাশির আকাশ’, ‘ভিন্ন চাঁদের নতুন পৃথিবী’, ‘চাটিপাস’, ‘মধু পূর্ণিমায় তূর্ণা-নিশীথা’ অন্যতম।