বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


রকমারি
লন্ডন ও রোমে ইউএস-বাংলার ফ্লাইট চালুর প্রস্তুতি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:৩৭ পিএম   (ভিজিট : ২৪)
২০২৬ সালের শেষের দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স লন্ডন ও রোমে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক(জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সংখ্যার বিচারে বলা যায়, বর্তমানে জাতীয় ক্যারিয়ারের চেয়েও আমাদের এয়ারক্রাফট সংখ্যা বেশি। আমরা মধ্যপ্রাচ্যের জনপ্রিয় গন্তব্য জেদ্দা, রিয়াদ, দুবাই, আবুধাবি, শারজাহ, মাস্কাট ও দোহায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করছি। এছাড়া সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মালদ্বীপ, কলকাতা ও চেন্নাই রুটেও ফ্লাইট চলছে। খুব শিগগিরই ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ লন্ডন ও রোম রুটে ফ্লাইট চালুরও প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ২০২৮ সালের মধ্যে ইনশাল্লাহ সবকিছু অনুকূলে থাকলে ঢাকা থেকে টরন্টো ও নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া একটি নতুন রুট ঢাকা-সিডনি-ঢাকা, যা বাংলাদেশে কোনো ক্যারিয়ার আগে কখনো পরিকল্পনাও করেনি, সেটিও আমাদের পাঁচ বছরের পরিকল্পনার মধ্যে রয়েছে। এই রুটটি চালুর জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।

কামরুল ইসলাম বলেন, ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে মাত্র দুটি এয়ারক্রাফটের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আজ ১১ বছর পর আপনাদের জানাতে পেরে আমরা আনন্দিত যে আমাদের বহরে এখন ২৫টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে তিনটি এয়ারবাস এ-৩৩০ এয়ারক্রাফট রয়েছে, যার প্রত্যেকটির আসনসংখ্যা ৪৩৬টি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কালচারাল এস্টাবলিশমেন্ট একটা অদ্ভুত জিনিস: ফারুকী
টেক্টর ভাইদের জুটি ভাঙলেন রিশাদ
বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে: প্রেস সচিব
তফসিলের দিন থেকেই কঠোর অবস্থান ইসির, নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা
‘দীর্ঘ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে’: নজরুল ইসলাম খান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নকল স্টাম্পে জাল দলিল: বাউফলে যুবকের কারাদণ্ড, স্টুডিও–হোটেলে জরিমানা
কালীগঞ্জে পাটজাত মোড়ক না ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ভালুকায় প্রাণিসম্পদ অগ্রগতি সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন
শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত
ভালুকায় মদবোঝাই একটি পিকআপ জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com