বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
বাউফলে মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ে ছাই পুরো বসতঘর — নিঃস্ব পরিবার
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ৫১)
পটুয়াখালীর বাউফলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছেলের লাগানো আগুনে মুহূর্তেই ভস্মীভূত হয়েছে একটি পরিবারের স্বপ্ন–বসতঘর। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ ফকিরের ছেলে রেজাউল করিম রাজিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। অতিরিক্ত মাদক সেবনের ফলে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। একাধিকবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও কোনো উন্নতি হয়নি।

ঘটনার সময় পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। ফাঁকা বাড়ির সুযোগে রাজিব হঠাৎ ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে ঘরের আসবাবপত্র, পোশাক, ধান–চালসহ সবকিছু পুড়ে কয়লায় পরিণত হয়।

আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে বাউফল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়।

বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, “ঘটনাস্থল আমাদের স্টেশন থেকে প্রায় ২১–২২ কিলোমিটার দূরে। আমরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরবর্তীতে যেন আগুন আশপাশে ছড়িয়ে না পড়ে—সে জন্য পুরো এলাকা নিরাপদ করা হয়।”

নিরুপায় গৃহকর্তা মোশারফ ফকির কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সবকিছু শেষ হয়ে গেছে। ছেলের চিকিৎসার পেছনে লাখ লাখ টাকা খরচ করেছি। এখন ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। কোথায় যাব, কীভাবে চলব—কিছুই বুঝতে পারছি না।”

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মাদকাসক্তির ভয়াবহ পরিণতি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই অগ্নিকাণ্ড।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বাউফলে মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ে ছাই পুরো বসতঘর — নিঃস্ব পরিবার
শিক্ষকরা কর্মবিরতিতে—বার্ষিক পরীক্ষা চালাচ্ছেন অভিভাবকরা!
মেহেরপুর সীমান্ত দিয়ে ৩০জনকে পুশইন করেছে বিএসএফ
স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মালদ্বীপে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির বিশেষ দোয়া মাহফিল
সোনারগাঁয়ে বিড়াল–কবুতর বিরোধে সংঘর্ষ, নিহত ১
৪ডিসেম্বর শামা ওবায়েদ রিংকুর সালথায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ
ত্রিশালে নবাগত ইউএনও আরাফাত সিদ্দিকীর যোগদান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com