বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ ১৯ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
সোনারগাঁয়ে বিড়াল–কবুতর বিরোধে সংঘর্ষ, নিহত ১
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ৮৪)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  কবুতরের বাচ্চা বিড়ালে খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নাসির হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র ও স্থানীয়দের বরাত জানা যায়, ভিটিকান্দি গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহর কবুতরের বাচ্চা একটি বিড়াল খেয়ে ফেলাকে কেন্দ্র করে তার পরিবার অন্য পক্ষের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষে রূপ নেয়। এ সময় আসাদুল্লাহসহ কয়েকজন আকতার হোসেন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। হামলায় আকতারের বড় ভাই নাসির হোসেন গুরুতর আহত হন।

গুরুতর আহত নাসিরকে প্রথমে মদনপুরের ‘দি আল-বারাকা’ প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউ শয্যা না পেয়ে পুনরায় সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় আহত আকতার হোসেন সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,আসাদুল্লাহ হাতে থাকা ধারালো ছোরা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। কোপটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার নাকে লাগে এবং আমি গুরুতর আহত হই। আমাকে বাঁচাতে এগিয়ে আসা আমার স্ত্রী সেলিনা, চাচি রওশন আরা, বড় ভাই নাসির ও ভাবি নাজমাকেও তারা মারধর করেন।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-আসাদুল্লাহ (৫০),আবির (২৫). অভি (২৮), রাসেল (৩৮), জুলেখা আক্তার বেবি (৩৮),আসাদুল্লাহর স্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রেকর্ড ছক্কা ও জয়ে বছর শেষ, শীর্ষে তামিম
শাকিবের যে সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটিতে
আমরা নির্বাচনের জোয়ারে আছি, শতাব্দীর ভালো নির্বাচন চাই : ইসি সচিব
কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি
১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জাতীয় নাট্যশালায় ফাস্ট ইয়ুথ ম্যাজিক ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
মালদ্বীপে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির বিশেষ দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় ঝিনাইগাতীতে বিএনপির দোয়া মাহফিল
৪ডিসেম্বর শামা ওবায়েদ রিংকুর সালথায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com