প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম (ভিজিট : ৬৮)
বাংলাদেশের তরুণ ও প্রতিভাবান জাদুশিল্পী প্রিন্স হারুন আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য সাফল্য অর্জন করেছেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ম্যাজিক উৎসব JAS Wonder Magic Competition 2025-এ তিনি জিতেছেন সম্মানজনক Best Performer Award।
ব্যাংককের JAS Green Village Kubon এ ১৪, ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত এই ম্যাজিক উৎসবের আয়োজন করে Mamada Thailand, The International Academy of Magic, এবং Bangkok Magic Theatre—থাইল্যান্ডের ম্যাজিক জগতের তিনটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
গালা শোতে দারুণ পারফরম্যান্স
ইভেন্টের প্রথম দিন থেকেই বিভিন্ন দেশের বিখ্যাত ম্যাজিশিয়ানদের পরিবেশনাই গালা শো অনুষ্ঠিত হয়। তাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন প্রিন্স হারুন। ১৫ নভেম্বরের গালা শো-তে তার পরিবেশনায় দর্শক মুগ্ধ । শৈল্পিক কৌশল উপস্থাপনা এবং স্টেজ জাদু শিল্পী হিসেবে দক্ষতার কারণে হারুন দ্রুতই আন্তর্জাতিক দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছেন।
সেরা পারফরমারের সম্মান
শেষ দিনে প্রিন্স হারুনকে দেওয়া হয় “Best Performer Award”, যা এ উৎসবের অন্যতম সম্মাননা।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানিয়ে তিনি বলেন— বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে উঁচু রাখতে পারা আমার জীবনের বড় গর্ব। এই সাফল্য বাংলাদেশের জাদুশিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিলো।
বাংলাদেশের জাদুশিল্প বিশ্বমঞ্চে
এই আন্তর্জাতিক ম্যাজিক উৎসব বিশ্বব্যাপী শিল্পীদের নতুন কৌশল, সৃজনশীলতা এবং জাদুশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রিন্স হারুন আবারো প্রমাণ করলেন—বাংলাদেশের জাদুশিল্পও বিশ্বমানের।