প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম (ভিজিট : ৬৪)
ফরিদপুরের সালথা শামা ওবায়েদ রিংকু-জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আগমন উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
আজ সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় সোনাপুর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগামি ৪ই ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রিংকু আপার সালথায় আগমন উপলক্ষে সোনাপুর বিএনপির কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আজিজুল হক এর সভাপত্তিত্বে ও সালথা যুবদল নেতা মো: মানোয়ার হোসন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: রহুল মাতুব্বর, মো: তারা মিয়া,আইয়ুব মাস্টার,মো: বাদশা মোল্লা,মান্নান মোল্লা, যুবদল নেতা মো: লিয়াকত হোসেন,মো: কামরুল মাতুব্বর, মো: শহিদুল ইসলাম।
ও আনোয়ার শরীফ,মো: বিকুল মোল্লা, মো: সেন্টু মুন্সী,মো: আবজাল শরীফ,মো: মাসুদ হোসেন, কামরুল হোসেন, মো: সাহজাহান মাতুব্বর,সালথা মহিলা দলের সভানেত্রী-ফারজানা ইয়াসমিন ও মোসা: জেয়াসমিন খাঁন,বিউটি আক্তার প্রমুখ:।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন ও সোনাপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
বক্তাগন বলেন আগামি ৪ই ডিসেম্বর আমাদের প্রাণ প্রিয় নেত্রীর সালথা আগমন কে সাফল্য মন্ডিত করতে হবে, আমরা সবাই একত্র হয়ে সোনাপুর ইউনিয়ন সভাপতি আজিজুল হক এর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মুহা: ছরেয়ার হোসেন ব্যবস্থাপনায় ফুকরা বাজার হইতে এক সাথে মিছিল নিয়ে সালথায় শামা আপার মিটিং এ যোগদান করবো ইশাল্লাহ।