প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম (ভিজিট : ৭৯)
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আরাফাত সিদ্দিকী। সোমবার (১ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।
ত্রিশালে যোগদানের আগে আরাফাত সিদ্দিকী রাজশাহীতে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নবাগত এই কর্মকর্তাকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়। তাঁর যোগদান উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ। তাঁরা নবাগত ইউএনও-কে স্বাগত জানান এবং তাঁর কার্যকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।