প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম (ভিজিট : ১৫৭)
মালদ্বীপে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রবাসী নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বিএনপি এবং তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরে দেশনেত্রীর সুস্থতা, পরিবারের কল্যাণ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা একযোগে প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন এবং তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এই দোয়া মাহফিলের মাধ্যমে প্রবাসী নেতারা খালেদা জিয়ার প্রতি তাদের গভীর শ্রদ্ধা, সমর্থন এবং শুভকামনা প্রকাশ করেছেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ পরিবেশে সম্পন্ন হয়েছে, যা প্রবাসী নেতাদের রাজনৈতিক ও মানবিক সহমর্মিতার প্রতিফলন হিসেবে গ্রহণযোগ্য। উক্ত মাহফিলের মাধ্যমে প্রবাসী বিএনপি নেতারা দেশে এবং প্রবাসে দলের ঐক্য, সম্প্রীতি ও নেতৃত্বের প্রতি সমর্থন পুনঃপ্রকাশ করেছেন।
অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা, সহ-সভাপতি মো: হোসেন সুমন, মো. আলতাফ হোসেন, মো: এমরান হোসেন তালুকদার, মো. ফারুক হোসেন, মো. আলমগীর মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম, মো: রবিউল আলম, সাংগঠনিক রফিকুল ইসলাম, মো. হালিম মিয়া, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান শাহাজী, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহপ্রচার সম্পাদক পিয়াস হাসান, দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক অনিক, মালদ্বীপ সাচ্চা সেবক দলের আহবায়ক মোঃ মাসুম মুন্না, মালদ্বীপ যুবদলের নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম, মোঃ হাসেম মিয়া, মোঃ আব্দুল মান্নান, মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।