অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ কেন্দ্রীক একটি অলাভজনক, অরাজনৈতিক ও সামাজিক, সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ পরিবারের ২য় বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে মনোরম পরিবেশে মিলনমেলার আয়োজন করা হয়।
২ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় নারায়ণগঞ্জ শহরের খাঁনপুর বরফকল চৌরঙ্গী পার্কের ভাসমান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির এডমিন, নারী উদ্যোক্তা তাবাসসুম ঝুমি’র সার্বিক ব্যবস্থাপনায় ও মডারেটর নুসরাত হোসেন রিফাত এবং রাকিব হাসান সাগরের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন, দিয়ামনি ই-কমিউনিকশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব, সাংবাদিক মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সুলতানা মেমোরিয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহানা, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি এর সোনারগাঁও থানা কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জান্নাতুল ভূইয়া, বন্দর কমিটির সাধারণ সম্পাদক গাজী শাহ আলম, সমাজ সেবক মিঠুন, জুলহাস, মফিজুল ইসলাম ও আলম।
পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও দিয়ামনি ই কমিউনিকশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব বক্তব্যে বলেন,উদ্যোক্তা তৈরি হলে শুধু নিজেই নয়, সমাজ ও দেশের জন্যও কর্মসংস্থান সৃষ্টি হয়। ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটি ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আমাদের দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো দক্ষ যুবসমাজ। উদ্যোক্তাদের স্বপ্ন ও সাহসকে সম্মান জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে সবারই এগিয়ে আসা উচিত।
এ সময় নারী উদ্যোক্তাদের মধ্যে আরও উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ প্লাটফর্ম এর এডমিন ফারজানা,ঝর্ণা আক্তার, নীলা আহম্মেদ নিশি,সুইটি,মাহফুজা আক্তার মুক্তা,রন্ধন শিল্পী আছমা আক্তারসহ নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ পরিবারের অন্যান্য গুণীজনবৃন্দ।
এই আয়োজনে উপস্থিতিদের জন্য রেফেল ড্র, উদ্যোক্তাদের সন্মাননা ক্রেস্ট প্রদান,বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।