রবিবার ১৯ অক্টোবর ২০২৫ ৩ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


প্রবাস
বাংলাদেশে গণতন্ত্রের সংকট: দক্ষিণ এশিয়ায় নতুন কর্তৃত্ববাদী ধারা নিয়ে আশঙ্কা
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ৪০)

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে দেখা দিয়েছে এক গভীর রাজনৈতিক ও ভূরাজনৈতিক সংকট-যা দেশটির গণতান্ত্রিক চরিত্রকে প্রশ্নের মুখে ফেলেছে। একসময় দক্ষিণ এশিয়ার ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের প্রতীক হিসেবে বিবেচিত বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দিকে।

নতুন এই বাস্তবতায় সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত হচ্ছে, ভিন্নমত দমন করা হচ্ছে, এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের ওপরও নিপীড়নের অভিযোগ উঠছে। রাজনৈতিক পরিবর্তনের নামে বিরোধী মতের কণ্ঠরোধ ও ধর্মনিরপেক্ষতার চিহ্ন মুছে ফেলার প্রবণতা দিন দিন স্পষ্ট হচ্ছে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাবও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), এবং তুরস্কের তথাকথিত ‘নব্য-অটোমান’ সফট পাওয়ার নীতির প্রভাব দেশের অভ্যন্তরীণ ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। এর ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কৌশলগত ভারসাম্যেও পরিবর্তন ঘটছে, বিশেষত ভারতের জন্য সৃষ্টি হয়েছে এক জটিল কূটনৈতিক পরিস্থিতি।

গবেষণাটি প্রত্যক্ষ অভিজ্ঞতা, ভূরাজনৈতিক বিশ্লেষণ ও আন্তর্জাতিক আইনগত প্রেক্ষাপটের আলোকে দাবি করেছে- বাংলাদেশের বর্তমান সংকট কেবল দেশীয় নয়; এটি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

শেষাংশে লেখক আহ্বান জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায় যেন যৌথভাবে উদ্যোগ নেয়- বাংলাদেশে গণতান্ত্রিক ঐতিহ্যের অবশিষ্ট অংশ রক্ষা এবং দক্ষিণ এশিয়ায় নতুন এক কর্তৃত্ববাদী জোটের উত্থান প্রতিরোধে। উল্লেখ্য যে, ১৭ই অক্টোবর জার্মানির ফ্রাঙ্কফুর্ট বই মেলায় BANGLADESH ON THE BRINK, (BLEEDING BOUNDARIES) বইটির মোড়ক উন্মোচনের আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে মন্তব্যগুলো উঠে আসে। রবার্ট বি ল্যান্সিয়া, ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন ও প্রিয়জিৎ দেবসরকার এই ৩ লেখকের সমন্বয়ে গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান বাংলা টোয়েন্টিফোর ডট কম - পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা, জার্মান বাংলা টোয়েন্টি ফর ডট কমের নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব, জেনেভা আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের মানবাধিকার কর্মী খলিলুর রহমান মামুন ও জার্মানিতে বসবাসরত অন্যান্য বাঙালি প্রবাসীরা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর ভাংচুর
জাতীয় সংসদে যেতে পারলে শেরপুরের দেড় থেকে দুই লাখ বেকারকে চাকরি দেব: বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা
বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
শেরপুরে এইচএসসিতে পাসের হার কমেছে ১০ শতাংশ: দুই কলেজে শতভাগ ফেল, উদ্বিগ্ন সচেতন মহল
মানবিক সোনারগাঁ গড়তে চাই: ড. ইকবাল হোসাইন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
রাকসুতে সাড়ে ৩টা পর্যন্ত ভোট পড়লো ৬০ শতাংশ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথমবার ডাক পেলেন অঙ্কন, দলে ফিরলেন সৌম্য সরকার
নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com