প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:২২ পিএম (ভিজিট : ৪৬)

নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও হাতিয়া দ্বীপের সমন্বয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবীতে, মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনকে মাধ্যম করে, দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি দিয়েছে দেশটিতে কর্মরত বৃহত্তর নোয়াখালী জেলার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।
সোমবার (৬, অক্টোবর) বিকেলে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে এই স্মারকলিপি হস্তান্তর করেন, বৃহত্তর জেলাটির রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষে প্রবাসী সেলিম মিয়া। মালদ্বীপে নোয়াখালীবাসী প্রবাসীরা জানান, এই দাবি রাজনৈতিক নয়; বরং জনগণের মৌলিক অধিকার ও প্রশাসনিক সুবিধার বিষয়। তারা সরকারের প্রতি দ্রুত নোয়াখালী বিভাগ বাস্তবায়নের আহ্বান জানান।
২'শত বছরের ঐতিহ্যবাহী পুরনো জেলা আমাদের নোয়াখালী,যা বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। একইসাথে ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষ্যিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। তাই ঢাকা থেকে মাত্র ৮০ কিমি. দূরত্বের কুমিল্লায় নয়, ১৬০কিমি. দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন চায় তারা ।নোয়াখালীকে বিভাগ ঘোষণার মাধ্যমে এ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব বলে মনে করেন প্রবাসীরা।
বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ বলেন, নোয়াখালী জেলার প্রবাসী ভাইদের স্মারকলিপি গ্রহন করেছি। এবং এ স্মারকলিপি বিশেষভাবে বিবেচনার জন্য, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট পেরণ করবো।
হাইকমিশনে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন বহির্বিশ্ব সংগ্রাম পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি আবু আহাম্মদ সেলিম মিয়া ও তার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন,শমিম রাজ,মো.সোহান, জাহাঙ্গীর আলম,আহাম্মদ আলী,বেলাল হোসেন,নুর ইসলাম প্রমুখ।