রবিবার ১৯ অক্টোবর ২০২৫ ৩ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
মানবিক সোনারগাঁ গড়তে চাই: ড. ইকবাল হোসাইন
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:১৫ পিএম   (ভিজিট : ১৪৫)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, “মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। ইসলাম ও আল-কোরআনের আলোকে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

শনিবার (১৮ অক্টোবর) সকালে তিনি সোনারগাঁ উপজেলার প্রধান গেট এলাকা থেকে উদ্ধবগঞ্জ বাজার পর্যন্ত গণসংযোগ পরিচালনা করেন। এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান।

ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আমরা চাই ইনসাফ, ন্যায় ও মানবিক মূল্যবোধে গঠিত একটি সোনারগাঁ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে মানুষের অধিকার রক্ষা পাবে এবং দুর্নীতি-অন্যায় থেকে দেশ মুক্ত হবে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি, জুলাই সনদের প্রয়োজনীয়তা ও জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা আমরা জনগণের সামনে তুলে ধরছি। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

গণসংযোগ চলাকালে তিনি ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, দাঁড়িপাল্লায় একটি মূল্যবান ভোট দিন, যেন আমি আপনাদের সেবার সুযোগ পাই।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, জামায়াত নেতা মেহেদী হাসান, কামরুজ্জামান, ওমর ফারুক, ফাহাদ রনি, সাংবাদিক ও হাকিম হারুনুর রশিদ, সাংবাদিক মোক্তার হোসেন, খায়রুল আলম, শাহজালাল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর ভাংচুর
জাতীয় সংসদে যেতে পারলে শেরপুরের দেড় থেকে দুই লাখ বেকারকে চাকরি দেব: বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা
বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
শেরপুরে এইচএসসিতে পাসের হার কমেছে ১০ শতাংশ: দুই কলেজে শতভাগ ফেল, উদ্বিগ্ন সচেতন মহল
মানবিক সোনারগাঁ গড়তে চাই: ড. ইকবাল হোসাইন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
রাকসুতে সাড়ে ৩টা পর্যন্ত ভোট পড়লো ৬০ শতাংশ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথমবার ডাক পেলেন অঙ্কন, দলে ফিরলেন সৌম্য সরকার
নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com