প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:১৫ পিএম (ভিজিট : ১৪৫)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, “মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। ইসলাম ও আল-কোরআনের আলোকে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।
শনিবার (১৮ অক্টোবর) সকালে তিনি সোনারগাঁ উপজেলার প্রধান গেট এলাকা থেকে উদ্ধবগঞ্জ বাজার পর্যন্ত গণসংযোগ পরিচালনা করেন। এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান।
ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আমরা চাই ইনসাফ, ন্যায় ও মানবিক মূল্যবোধে গঠিত একটি সোনারগাঁ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে মানুষের অধিকার রক্ষা পাবে এবং দুর্নীতি-অন্যায় থেকে দেশ মুক্ত হবে।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতি, জুলাই সনদের প্রয়োজনীয়তা ও জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা আমরা জনগণের সামনে তুলে ধরছি। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
গণসংযোগ চলাকালে তিনি ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, দাঁড়িপাল্লায় একটি মূল্যবান ভোট দিন, যেন আমি আপনাদের সেবার সুযোগ পাই।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, জামায়াত নেতা মেহেদী হাসান, কামরুজ্জামান, ওমর ফারুক, ফাহাদ রনি, সাংবাদিক ও হাকিম হারুনুর রশিদ, সাংবাদিক মোক্তার হোসেন, খায়রুল আলম, শাহজালাল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।