প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:২২ পিএম (ভিজিট : ১৮৮)

আগামী ২৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠ লা-কর্ণভ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বন্ধন পরিবার’-এর আয়োজনে জমজমাট পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে গত শুক্রবার অনুষ্ঠানের ভেন্যুতে বন্ধন পরিবারের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শিউলি গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সুমা দাস, নিশিতা বড়ুয়া, আনিশা, সাথি, বিউটি, সন্ধা দাস, রাশনা, সোলেমান, রাজন ও তাহমিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
সভায় আসন্ন পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ২৬ অক্টোবরের এই আয়োজনটি উপভোগ করতে ফ্রান্সে অবস্থানরত সকল সংস্কৃতি ও বিনোদনপ্রেমীদের আন্তরিক আমন্ত্রণ জানান সংগঠনের সদস্যরা।