রবিবার ১৯ অক্টোবর ২০২৫ ৩ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
জাতীয় সংসদে যেতে পারলে শেরপুরের দেড় থেকে দুই লাখ বেকারকে চাকরি দেব: বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:১৯ পিএম   (ভিজিট : ১০৭)

শেরপুর-১ (সদর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, আমি সংসদে যেতে পারলে শেরপুরে দেড় থেকে দুই লাখ বেকারের চাকরির ব্যবস্থা করব, আল্লাহ করবেন। তিনি আরও বলেন, আপনি যদি আমাকে জাতীয় সংসদে যাওয়ার ব্যবস্থা করেন তাহলে নারীর ক্ষমতায়ন ও আর্থিক স্বাধীনতার ব্যবস্থা করা হবে যাতে নারীরা শুধু ঘরে বসে না থাকে।

জেলা বিএনপি আয়োজিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন১৮ অক্টোবর শনিবার বিকেলে নগরীর ৫নং ওয়ার্ডের খরমপুর মহল্লার সেকান্দার আলী কলেজ মাঠে মো.

এ সময় তিনি আরও বলেন, আমি যখন 2018 সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম, তখন আওয়ামী লীগের ভোট কারচুপির মাধ্যমে পরাজিত হয়েছিলামতারপরও এ আসনের সব নারী আমার সঙ্গে ছিলেন, তাই এসব নারীকে কখনো ছাড়ব না। তোমার ঋণ আমি কখনো ভুলবো না।"

জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এ ছাড়া জেলা বিএনপির সদস্য সচিব ও অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো: হযরত আলী, সদস্য সচিব ও মো: সাইফুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মোজাফর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, প্রভাষক শফিউল আলম চাঁন, রেজাউল করিম রুমি, শ্রমিকদল নেতা মোঃ শওকত হোসেনসহ জেলা ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর ভাংচুর
জাতীয় সংসদে যেতে পারলে শেরপুরের দেড় থেকে দুই লাখ বেকারকে চাকরি দেব: বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা
বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
শেরপুরে এইচএসসিতে পাসের হার কমেছে ১০ শতাংশ: দুই কলেজে শতভাগ ফেল, উদ্বিগ্ন সচেতন মহল
মানবিক সোনারগাঁ গড়তে চাই: ড. ইকবাল হোসাইন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
রাকসুতে সাড়ে ৩টা পর্যন্ত ভোট পড়লো ৬০ শতাংশ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথমবার ডাক পেলেন অঙ্কন, দলে ফিরলেন সৌম্য সরকার
নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com