প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৬:৪৭ পিএম (ভিজিট : ২৫৫)

দক্ষিণ কোরিয়ার হোয়াসং সিটিতে হোয়াসং বায়তুল ফালাহ্ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে আজ ৫ অক্টোবর রবিবার কোরিয়া মুসলিম কমিউনিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও সূচকের ছুটিতে আয়োজন করে ইসলামিক কর্মশালা ২০২৫, উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহীম, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন, এবং কোরিয়াতে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী বিভিন্ন কমিউনিটি দায়িত্বশীল সহ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৬ শতাধিক ধর্মপ্রাণ প্রবাসীদের অংশগ্রহণে ফুটে ওঠে এক টুকরো বাংলাদেশ।

কর্মশালায় আলোচকরা ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি ফিলিস্তিনিদের উপর বর্বর ইজরায়েলী বাহিনীর গণহত্যা এবং খুদাকে অস্র হিসেবে ব্যবহার করে গাজার নারী ও শিশুদেরকে হত্যার যে পরিকল্পনা করেছে তার নিন্দা এবং প্রতিবাদ জানান। এবং বিশ্বের মুসলিম নেতাদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়। কমিনিউটির সভাপতি ইয়াছির চৌধুরী বলেন বাংলাদেশী প্রবাসী ভাইয়েরা সারা বছর কর্মব্যস্ততার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে হয় আর দক্ষিণ কোরিয়ার সবচাইতে বড় উৎসব উপলক্ষে যেন নিজেদের ধর্ম এবং সংস্কৃতিকে না ভুলে কোরিয়ার ময়দানে হারিয়ে না যায় সেজন্য আমরা ৯০ দশক থেকে শুরু করে প্রতি বছর এই ধরনের কর্মশালার আয়োজন করে থাকি তারই ধারাবাহিকতায় এ বছরও আমাদের এই কর্মশালার আয়োজন আমরা আমাদের কমিনিউটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।