রবিবার ১৯ অক্টোবর ২০২৫ ৩ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
শেরপুরে এইচএসসিতে পাসের হার কমেছে ১০ শতাংশ: দুই কলেজে শতভাগ ফেল, উদ্বিগ্ন সচেতন মহল
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:১৬ পিএম   (ভিজিট : ২০৬)

সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে শেরপুর জেলার সামগ্রিক পাসের হার গত বছরের তুলনায় কমেছে ১০ দশমিক ৬৮ শতাংশ। জেলার দুটি কলেজ- নালিতাবাড়ীর হিরণময়ী হাইস্কুল অ্যান্ড কলেজ ও সদর উপজেলার মনমথ দে কলেজ- এবার শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। এই ফলাফলকে ঘিরে শিক্ষা মহলে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর শেরপুরে মোট ৮ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ২৫৬ জন, যা শতকরা ৪৮ দশমিক ৬৯ ভাগ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ০১ ভাগ। অন্যদিকে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন শেরপুর জেলা এবারও পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সবচেয়ে ভালো ফল করেছে শেরপুর সরকারি কলেজ, যেখানে ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৫৩ জন পাস করেছে এবং ১৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মাহবুবুল ইসলাম বলেন, “এ বছর সারাদেশেই ফল কিছুটা খারাপ হয়েছে। তবে শেরপুরের অবস্থান তুলনামূলকভাবে ভালো। শিক্ষার্থীদের আরও বেশি ক্লাসনির্ভর হতে হবে।”

ফলাফলের বিষয়ে সচেতন মহলের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষক উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনতে হবে।

জেলা শিক্ষা উন্নয়ন ফোরামের সভাপতি প্রফেসর মো. হাবিবুর রহমান বলেন, “দুই কলেজে শতভাগ ফেল মানে সেখানে শিক্ষাদান ও তদারকির অভাব প্রকট। এখনই নজর না দিলে শিক্ষার মান আরও নিম্নমুখী হবে।”

অভিভাবক রোকেয়া বেগম বলেন, “অনলাইন ক্লাসের পর শিক্ষার্থীরা পড়ালেখা থেকে কিছুটা বিমুখ হয়ে গেছে। এখন প্রয়োজন শিক্ষক-শিক্ষার্থী উভয়ের আন্তরিক প্রচেষ্টা।”

সচেতন মহল মনে করেন, এই ফলাফল শিক্ষা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার স্পষ্ট প্রতিফলন। তারা দ্রুত জেলার পিছিয়ে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানোন্নয়নমূলক পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর ভাংচুর
জাতীয় সংসদে যেতে পারলে শেরপুরের দেড় থেকে দুই লাখ বেকারকে চাকরি দেব: বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা
বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
শেরপুরে এইচএসসিতে পাসের হার কমেছে ১০ শতাংশ: দুই কলেজে শতভাগ ফেল, উদ্বিগ্ন সচেতন মহল
মানবিক সোনারগাঁ গড়তে চাই: ড. ইকবাল হোসাইন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
রাকসুতে সাড়ে ৩টা পর্যন্ত ভোট পড়লো ৬০ শতাংশ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথমবার ডাক পেলেন অঙ্কন, দলে ফিরলেন সৌম্য সরকার
নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com