শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ ১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:৩২ এএম   (ভিজিট : ৯৯)
অক্টোবর উইন্ডোতে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এশিয়ান সফর শুরু করেছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। কিন্তু পরের ম্যাচেই তারা হোঁচট খায় জাপানের বিপক্ষে। প্রথমার্ধে দ্বিগুণ লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে প্রথমবারের মতো সেলেসাওরা জাপানের কাছে হেরেছে। সেই হতাশা ঝেড়ে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ, ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে ব্রাজিল।

নভেম্বর উইন্ডোতে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলবে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও তাদের দুই প্রতিপক্ষই আফ্রিকান দেশ। এটাও অবশ্য আগেই ঠিক করা ছিল যে, নভেম্বরে সেলেসাওরা মহাদেশটির দুটি দলের মুখোমুখি হবে। যদিও ওই সময় প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত হয়নি। ১৫ নভেম্বর সেনেগাল এবং ১৮ নভেম্বর তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। এই দুই দেশই আফ্রিকা মহাদেশের বাছাই থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।

গতকাল (বৃহস্পতিবার) ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর তিনদিন পর ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির দল লড়বে তিউনিসিয়ার সঙ্গে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল‍্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এই সূচি সাজানো হয়েছে।

চলতি বছরের নভেম্বরেই ফিফার উইন্ডো শেষ হবে। এরপর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ রয়েছে পরের বছরের মার্চে। ওই সময় দুটি ইউরোপিয়ান দেশের সঙ্গে খেলার পরিকল্পনা করছে সিবিএফ ও কোচ কার্লো আনচেলত্তি। এ ছাড়া জুনে বিশ্বকাপের আগমুহূর্তে শেষবারের মতো নিজেদের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানায় খেলতে চায় ব্রাজিল। স্বদেশি ফুটবলভক্তদের সঙ্গে বন্ধন জোরদার করাই তাদের লক্ষ্য। অবশ্য ম্যাচটিতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে তা এখনও নিশ্চিত নয়। 

এদিকে, এর আগে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সেনেগালের বিপক্ষে সর্বশেষ ২০২৩ সালের মার্চে খেলে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছিল। হেরেছিল ৪-০ ব্যবধানে। তারও আগে ২০১৯ সালে দুই দলের প্রীতি ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। তার মানে আফ্রিকান দেশটির বিপক্ষে তৃতীয় দেখায় প্রথম জয়ের লক্ষ্য থাকবে সেলেসাওদের। অন্যদিকে, তিউনিসিয়ার বিপক্ষে কাতার বিশ্বকাপের প্রস্তুতি সারতে ২০২২ সালের সেপ্টেম্বরে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে তারা ৫-১ ব্যবধানে জেতে। এর আগে ১৯৭৩ সালে দুই দলের প্রীতি ম্যাচে ব্রাজিল জয় পায় ৪-১ গোলে।

প্রসঙ্গত, চলতি মাসে জাপানের বিপক্ষে নেমে প্রথমবার হেরে কিছুটা ব্যাকফুটে ব্রাজিল। দলটির হেভিওয়েট কোচ আনচেলত্তি এখনও নিজের পছন্দের সমন্বয় খুঁজছেন। ফলে বিভিন্ন পজিশনে তাকে নতুন নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে দেখা যাচ্ছে। বিশ্বকাপের আগে হতে যাওয়া প্রীতি ম্যাচ দেখেই সেরা খেলোয়াড়দের সমন্বয়ে স্কোয়াড গড়ায় মনোযোগ সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের। তার অধীনে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ব্রাজিল ৩ জয়, এক ড্র ও দুটি হার দেখেছে। সাফল্যের হার ৫৫.৬ শতাংশ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষে আহত ২০ ‘জুলাই যোদ্ধা’, ঢামেকে চিকিৎসাধীন
জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা: প্রধান উপদেষ্টা
চলচ্চিত্রের দুরবস্থা বোঝার জন্য পিএইচডি দরকার হয় না: বাপ্পারাজ
জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক নেতারা
হামজাকে বিশ্ববিদ্যালয়ে নিতে চান রাকসুর নতুন ক্রীড়া সম্পাদক নার্গিস
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত
ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের সাথে জোট হবে: সারজিস আলম
মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে
খেললেন মেসি, পুয়ের্তো রিকোকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার: মির্জা ফখরুল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com