প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৩ পিএম (ভিজিট : ৩৭)

ফ্রান্স বিএনপি,র সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট জেলা বিএনপি,র মত্স্য বিষয়ক সম্পাদক ও ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল খান দীর্ঘ জীবন ফ্রান্সে বসবাস করেন।
আজ সিলেটের এক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির একজন নিবেদিত প্রাণ কমিউনিটি নেতা ছিলেন তিনি।তার মৃত্যুতে গভীর শোকাহত ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি।এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী ও সাধারন সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও ফ্রান্স বিএনপি নেতারা।